চিরসখা ধারাবাহিকে যেন চমক শেষ হচ্ছে না। একের পর এক দেখাচ্ছে। বাবিলের নতুন প্রেমিকা এবং তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হতেই গল্পে আসছে নতুন টুইস্ট। কোয়েলকে বিয়ে করার জন্য বাবিলকে চাপ দিতে থাকে কোয়েলের বাড়ির লোক। এদিকে, বাবিল জানায় সে কখনও মিটিলকে মন থেকে মুছে ফেলতে পারবে না।
মিটিল ও কোয়েলের সামনেই বাবিল জানায়, সে সব সময় মিটিলকে মনে রাখবে। তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে। কিন্তু মিটিল যদি না চায় এসব কিছু তথ্য তাহলে সে পিছিয়ে আসবে। এদিকে, মিটিলের সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষায় থাকে বাড়ির সবাই। মিটিল খানিকক্ষণ চুপ করে থেকে জানায়, সে বাবিলের পরিবারের সঙ্গে অবশ্যই যোগাযোগ রাখবে, কিন্তু বাবিলের সঙ্গে আর যোগাযোগ রাখতে চায় না সে। মিটিলের মুখ থেকে এই কথা শোনার পর ভেঙে পড়ে বাবিল। তবে কি তার জীবন থেকে চিরকালের জন্য সরে যাবে মিটিল? সেই উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
কিছুদিন আগে ধারাবাহিকে দেখানো হয়েছিল আত্মহত্যা করতে গিয়েছিল বাবিল। তাকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ছেলের এমন অবস্থা দেখে কমলিনী সাফ জানিয়ে দিয়েছিল যে সে কোয়েল অর্থাৎ বাবিলের আরও এক প্রেমিকাকে ছেড়ে কথা বলবে না। কিন্তু মিটিল সেটা হতে দেয়নি। সে হাসপাতালে যাওয়ার পথে কোয়েলকে ফোন করেছিল। তাকেও হাসপাতালে ডেকেছিল। জানিয়েছিল কোয়েল থাকলে বাবিল মনে সাহস পাবে। আর ঘটনাচক্রে তেমনটাই হয়েছিল। তাই মিটিল আরও দূরে সরে এসেছে বাবিলের থেকে।
কিছুদিন আগে এও দেখা যায় যে মিঠিকে বিয়ের প্রস্তাব দিয়েছে কৃশানু। কিন্তু মিঠি সেই প্রস্তাবে সম্মতি জানায় না। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক হেনস্থা করার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে সে। কৃশানু এই কঠিন সময়ে তার পাশে থাকলেও, এত দ্রুত বিয়ের জন্য তৈরি কিনা সেটা খোলসা করে না মিঠি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে অষ্টম স্থানে রয়েছে 'চিরসখা'। এবার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৮।একসময় সেরা পাঁচে থাকলেও বর্তমানে কমলিনী এবং স্বতন্ত্রর ম্যাজিক যেন কিছুটা ফিকে হয়েছে। তার পরিণাম দেখা যাচ্ছে টিআরপিতে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। রোজ রাত ন'টা থেকে সম্প্রচারিত হয় এই মেগা।
