আমির খান সম্প্রতি তাঁর ভাই ফয়সল খানের সঙ্গে দীর্ঘদিনের টানাপড়েন ও পারিবারিক বিরোধ নিয়ে মুখ খুলেছেন। বছরের পর বছর ধরে দুই ভাইয়ের এই সম্পর্কের অবনতি সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এক সাক্ষাৎকারে আমির এই বিতর্ক নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন এবং অনুরাগীদের সামনে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন।
২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘মেলা’-র ২৫ বছর পূর্তি উপলক্ষে সেই সময়ের কথা স্মরণ করেন আমির। তিনি জানান, মূলত ভাই ফয়সল খানের বলিউড কেরিয়ার গড়ে তুলতেই ছবিটিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন তিনি। তবে বক্স অফিসে ছবিটি ব্যর্থ হওয়ায় দু’জনের কাছেই তা বড় ধাক্কা ছিল বলে স্বীকার করেন আমির। তবুও তাঁর কথায়, ফলাফল যাই হোক না কেন, ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্যই তিনি ছবিটি করেছিলেন।
ভাইয়ের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে আমির বলেন, পরিবারের মধ্যে এমন বিবাদ শুধু যন্ত্রণাদায়কই নয়, অনেক সময় তা বোঝাও কঠিন হয়ে যায়। তাঁর কথায়, “নিজের পরিবারের সঙ্গে ঝগড়া কীভাবে সম্ভব?” তিনি আরও জানান, কিছু পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং অনেক সময় তা ভাগ্যের অংশ হয়েই দাঁড়ায়। সম্পর্ক নষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন, তবে এটাও স্পষ্ট করেন যে ফয়সলের জন্য তাঁর শুভকামনা সব সময়ই থাকবে।
অন্য দিকে, ফয়সল প্রকাশ্যেই আমির ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন। পরিবারে তাঁর সঙ্গে কেমন আচরণ করা হয়েছে এবং কেরিয়ার সংক্রান্ত মতবিরোধ নিয়ে তিনি একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। আমির ও তাঁর পরিবারের পক্ষ থেকে যদিও এই অভিযোগগুলি অস্বীকার করা হয়েছে। এই বিতর্কে অনুরাগীদের প্রতিক্রিয়াও বিভক্ত। কেউ ফয়সলের পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ আমিরকে সমর্থন করেছেন। গোটা বিষয়টি দেখিয়ে দেয়, খ্যাতির আলোয় থেকেও পারিবারিক ও পেশাগত চাপ সামলানো কতটা কঠিন হয়ে ওঠে।
সবশেষে আমির বলেন, ফয়সলের কেরিয়ারে সাহায্য করার জন্য তিনি সত্যিই চেষ্টা করেছিলেন। তবে সাফল্য অনেক কিছুর উপর নির্ভর করে। প্রতিভা, সময় এবং ভাগ্য তার মধ্যে অন্যতম। সম্পর্ক যতই জটিল হোক না কেন, ভাইয়ের জন্য সব সময় ভালই চাইবেন বলে জানান আমির। আমিরের কথাই যেন প্রমাণ করে দিল, পারিবারিক বিবাদ যখন জনসমক্ষে আসে, তখন তা কতটা গভীর মানসিক চাপ তৈরি করে।
