'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে আর্য এবং অপর্ণার বিয়ের পর্ব দেখানোর সময় থেকে যেমন একদিকে রাজনন্দিনীর চরিত্রের এন্ট্রি ঘটেছে, তেমনই নানা ঘটনাক্রমের মধ্যে দিয়ে এগোচ্ছে তাদের দাম্পত্য জীবনের শুরুটা। এর মধ্যেই প্রাক্তন স্ত্রীর কথা বর্তমানে কাছে জানাবে আর্য? কী ঘটতে চলেছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে?
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখানো হচ্ছে তাদের শোয়ার ঘরে বসে রয়েছে আর্য। ফুলশয্যার সাজে খাটের কাছে দাঁড়িয়ে অপর্ণা। বরের কাছে তার প্রাক্তন স্ত্রীর কথা জিজ্ঞেস করে। জানতে চায় আর্য এবং তার প্রাক্তন এক বয়সী ছিল কিনা। জবাবে আর্য জিজ্ঞেস করে কে? অভিমানী অপর্ণা বলে যার কাছে আর্য গিয়েছিল তার কথাই জিজ্ঞেস করছে। আর্য এই কথার জবাবে বলে সে তার জীবন অসমাপ্ত রেখে চলে গিয়েছে, কিন্তু অপর্ণা তার জীবনে পূর্ণতা পাবে। বরের মুখে এই কথা শুনে তাকে জড়িয়ে ধরে অপর্ণা। এখানেই প্রশ্ন উঠছে তবে কি আর্য অপর্ণাকে রাজনন্দিনীর কথা জানিয়ে দিয়েছে? সে কি মৃত নাকি সংসার ছেড়ে চলে গিয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর সমেত রহস্যের পরত কবে খোলে সেটাই দেখার।
প্রসঙ্গত, সম্প্রতি এই ধারাবাহিকের আরও একটি প্রোমোতে দেখানো হয়েছে আর্য আর অপর্ণা যখন ফুলশয্যার রাতে কাছাকাছি আসে তখন আয়নায় অপর্ণা তার জায়গায় রাজনন্দিনীকে দেখতে পায়। ছিটকে সরে যায়। জিজ্ঞেস করে ওখানে কে আর্যর সঙ্গে। নায়ক তাকে আশ্বস্ত করে কেউ নেই, তারা দু'জনই আছে কেবল। কেউ তাদের আলাদা করতে পারবে না। ঠিক সেই সময়ই আয়নাটা ভেঙে পড়ে যায়।
চলতি সপ্তাহে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি টিআরপি তালিকায় ছয় নম্বরে রয়েছে। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.০। 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যায়। মুখ্য ভূমিকায় রয়েছেন জিতু কামাল এবং শিরিন পাল। প্রসঙ্গত, এর আগে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়কে দেখা যেত। কিন্তু অভিনেত্রী সম্প্রতি জিতুর সঙ্গে কাজ করতে চান না বলে জানিয়ে দেন। পরবর্তীতে অসুস্থতার কারণ দেখিয়ে ছেড়ে দেন এই ধারাবাহিক। তখনই এই চরিত্রে এন্ট্রি নেন শিরিন। তাঁর এটাই প্রথম ধারাবাহিক। শিরিন মূলত থিয়েটারের চেনা মুখ।
