সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

বিচ্ছেদের বছর ঘোরার আগেই কাছাকাছি যুজি-ধনশ্রী? 
দীর্ঘ চর্চা, আলোচনার পর ২০২৫ সালের মার্চ মাসে খাতায় কলমে আলাদা হন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। সেই ঘটনার বছর ঘোরার আগেই ফের কাছাকাছি আসছেন যুজি এবং ধনশ্রী, কানাঘুষোয় এমনটাই শোনা যাচ্ছে। জানা গিয়েছে আসন্ন শো , 'দ্য ৫০' -তে দুই প্রাক্তন একসঙ্গে অংশ নেবেন। ফলে তাঁদের বিবাহবিচ্ছেদের পর ঘনিষ্ঠতা না বাড়লেও, ভাঙা সম্পর্ক জোড়া না লাগলেও এক ফ্রেমে তাঁদের আবার দেখা যেতে পারে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। 

অক্ষয় কুমারের আগামী ছবিতে নায়িকা হচ্ছেন রাশি খান্না
চর্চা অনুযায়ী দিশা পাটানি বা ফাতিমা সানা শেখ নন, অক্ষয় কুমারের আগামী ছবিতে নায়িকা হিসেবে থাকবেন রাশি খান্না। আনিস বাজমি এই ছবিটির পরিচালনা করবেন। তবে কেবল রাশি নন, নায়িকা হিসেবে দেখা যাবে বিদ্যা বালানকেও। ফলে এই ছবিতে দু'টো মুখ্য মহিলা চরিত্র থাকবে যে সেটা স্পষ্ট। সূত্রের খবর অনুযায়ী, এতদিন ধরে এই ছবির নির্মাতারা দ্বিতীয় মহিলা লিড রোলের জন্য নায়িকা খুঁজছিলেন। অবশেষে রাশিকে দিয়ে সেই খোঁজ থামল। '১২০ বাহাদুর', 'দ্য সবরমতী এক্সপ্রেস', ইত্যাদি ছবিতে নজর কেড়েছেন রাশি। এবার পালা এই নতুন ছবির। 

পর্দার চরিত্রের নামেই ছেলের নাম রাখলেন ভিকি! কী প্রতিক্রিয়া উড়ি পরিচালক আদিত্যর? 
'উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ছবির হাত ধরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আদিত্য ধর। সেই ছবিতে 'মেজর বিহান'-এর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল। দর্শকদের থেকে যেমন প্রশংসিত হয়েছিল সেই ছবি, বক্স অফিসে তেমন ব্যবসা করেছিল। ২০২৫ সালে পিতৃত্বের স্বাদ পেয়েছেন ভিকি কৌশল। ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয়েছে তাঁর এবং ক্যাটরিনা কাইফের ছেলে। ৭ জানুয়ারি ছেলের নাম প্রকাশ্যে আনলেন তাঁরা। জানালেন তাঁদের এই সন্তান যেহেতু তাঁদের 'আশার আলো', তাই তার নাম 'বিহান' রাখা হয়েছে। এই কথা জেনে আদিত্য ধর নতুন মা বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে ভিকির উদ্দেশ্যে লেখেন, 'ভিকি, ক্যাটরিনা দু'জনকেই অনেক শুভেচ্ছা। আমার ভিকু, মেজর বিহান শেরগিলকে পর্দায় প্রাণ দেওয়া থেকে এখন বাস্তবে ছোট্ট বিহানকে কোলে তুলে নিয়েছে। জীবন সত্যিই যেন একটা বৃত্ত। অনেক ভালবাসা এবং আশীর্বাদ তোমাদের তিনজনের জন্য। তোমরা খুব ভাল বাবা মা হবে।'