চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। পিঠের চোটের কারণে বর্তমানে তিনি রিহ্যাবে রয়েছেন এনসিএ-তে। তাঁর জায়গায় তরুণ হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে।
2
10
টুর্নামেন্টের আগে চোট পেয়েছেন পাকিস্তানের পেসার হ্যারিস রউফও। পাকিস্তান ক্রিকেটের পেস বোলিংয়ের অন্যতম অংশ তিনি। তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে অনেকটাই পিছিয়ে যাবে পাকিস্তান।
3
10
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে আফগানিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার আল্লা গজনফরকেও। জানা গিয়েছে, জিম্বাবোয়ে সফর চলাকালীন তাঁর ফ্র্যাকচার হয়। তাঁর জায়গায় বাঁ হাতি স্পিনার নাঙ্গেলিয়া খারোটেকে দলে নিয়েছে আফগানিস্তান।
4
10
হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জেকব বেথেলও। ভারতের বিরুদ্ধে সিরিজ চলাকালীন তাঁর জায়গায় দলে যোগ দেন টম ব্যান্টন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁকেই দেখা যাবে।
5
10
প্রায় এক বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল প্রোটিয়া পেসার আনরিখ নোকিয়ার। কিন্তু চোটের কারণে তা আরও পিছিয়ে গেল। জানা গিয়েছে, এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি।
6
10
পাকিস্তানের সইম আয়ুব হলেন প্রথম ক্রিকেটার যিনি চোটের কারণে ছিটকে গিয়েছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন তাঁর গোড়ালিতে চোট লাগে। আয়ুবের জায়গায় দলে এসেছেন ফকর জামান।
7
10
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার মিচেল স্টার্ক। তবে চোট নাকি অন্য কোনও কারণ সেটা স্পষ্ট করে জানাননি তিনি। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই নাম তুলে নিয়েছেন স্টার্ক। তাঁর জায়গায় খেলবেন স্পেন্সার জনসন।
8
10
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন অভিজ্ঞ অজি অলরাউন্ডার মিচেল মার্শও। তাঁর জায়গায় খেলবেন মারকুটে ওপেনার জেক ফ্রেজার ম্যাকগ্রুক। তবে মার্শের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা।
9
10
বর্ডার গাভাসকার ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন জস হ্যাজলউড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে না তাঁকেও। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বেন ডোয়ারসুইস।
10
10
গোড়ালির চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে না প্যাট কামিন্সকে। অস্ট্রেলিয়ান অধিনায়কের জায়গায় দলে নেওয়া হয়েছে শন অ্যাবটকে। প্যাটের জায়গায় অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ।