আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে ১২ বছরের উর্ধ্বে শিশুদের জন্য বিমানে পৃথক আসনের নির্দেশ দিল ডিজিসিএ। জানিয়ে দেওয়া হয়েছে এই শিশুরা তাঁদের পরিবারের সঙ্গে পৃথক আসনে যাত্রা করবে। প্রতিটি বিমান সংস্থাকে এবিষয়ে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরফলে বিমান ভ্রমণকারী শিশুরা কিছুটা স্বস্তি পাবে বলেই মনে করছে ডিজিসিএ। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ডিজিসিএ জানিয়েছে, শিশুদের জন্য বিমানের খরচে বেশকিছু ছাড়ও দেওয়া হবে যাতে তাঁদের পরিবারের লোক বাড়তি খরচ বহন না করেন। প্রসঙ্গত, দেশের ক্রমাগত বিমান পরিষেবা ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাঁদের মধ্যে রয়েছে শিশুদের একটি অংশ। তাই এবার শিশুদের জন্য এই সিদ্ধান্ত নিল ডিজিসিএ কর্তৃপক্ষ।