সংবাদসংস্থা মুম্বই: সদ্য দুবাই সফরে গিয়েছিলেন বলিউডের "সুলতান" সলমন খান। কারাতে কমব্যাট ইভেন্টে যোগ দিয়েছিলেন অভিনেতা। দুবাইতে ‘বিগ বস’ খ্যাত এবং তাজিকিস্তানি গায়ক আবদু রোজিকের সঙ্গেও দেখা করেছিলেন তিনি। সেখানে "বিয়িং স্ট্রং ফিটনেস ইকুইপমেন্ট" রেঞ্জ সমন্বিত একটি জিম চালু করতে আরব আমিরাতে ছিলেন। গত রবিবার তিনি ভারতে ফিরেছেন। সেখানে অভিনেতা সঞ্জয় দত্তের ছেলে শাহরানের সঙ্গে অভিনেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা একবাক্যে বলেছেন, """জুনিয়র সঞ্জু বাবার সঙ্গে সলমন""! তাহলে কী অভিনেতার হাতেই হবে তাঁর বন্ধুর ছেলের বলিউড অভিষেক? তেমনটা মনে করছেন অনেকেই।
গত সপ্তাহে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অভিনেতার বাড়ির বাইরে শুটআউটের ঘটনার পর এই প্রথম আন্তর্জাতিক সফরে গিয়েছিলেন অভিনেতা। যা-ই হোক না কেন তিনি ভয় পাচ্ছেন না! এটা বোঝাতেই কী দাপটের সঙ্গে বাড়ির বাইরে পা রেখেছেন "দাবাং" অভিনেতা? সমালোচকরা মনে করছেন তেমনটাই।
এর আগে, মঙ্গলবার কচ্ছ পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করে। শহরের একটি আদালত গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে ২৫ এপ্রিল পর্যন্ত মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত, বিহারের ভিকি গুপ্তা (বয়স ২৪) এবং সাগর পালকে (বয়স ২১) ডাক্তারি পরীক্ষার পরে আদালতে হাজির করা হয়েছিল।
গত সপ্তাহে বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অভিনেতার বাড়ির বাইরে শুটআউটের ঘটনার পর এই প্রথম আন্তর্জাতিক সফরে গিয়েছিলেন অভিনেতা। যা-ই হোক না কেন তিনি ভয় পাচ্ছেন না! এটা বোঝাতেই কী দাপটের সঙ্গে বাড়ির বাইরে পা রেখেছেন "দাবাং" অভিনেতা? সমালোচকরা মনে করছেন তেমনটাই।
এর আগে, মঙ্গলবার কচ্ছ পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করে। শহরের একটি আদালত গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে ২৫ এপ্রিল পর্যন্ত মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত, বিহারের ভিকি গুপ্তা (বয়স ২৪) এবং সাগর পালকে (বয়স ২১) ডাক্তারি পরীক্ষার পরে আদালতে হাজির করা হয়েছিল।
