সৃজিত মুখোপাধ্যায় মহানায়ককে ফিরিয়ে এনেছেন। তাঁর প্রিয় ‘দাদা’র প্রত্যাবর্তন একবার নিজের চোখে দেখবেন না? আজকাল ডট ইনের কাছে সেই প্রকাশ করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের কাছে আজকাল ডট ইন সে খবর পৌঁছে দিতেই তিনি জানিয়েছেন, উত্তমকুমারের খুব প্রিয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তনুজা সমর্থ। এঁদের কাছে মহানায়ককে পৌঁছে দিতে মুম্বইয়ে ‘অতি উত্তম’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করবেন। আজকাল ডট ইনের কাছে সে খবর প্রথম জানালেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক। তাঁর কথায়, ‘‘বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে মহানায়ক নিজের ছোট ভাই হিসেবে দেখতেন। তাই আদর করে ডাকতেন ‘বিশু’। একই ভাবে তনুজা সমর্থ মহানায়কের একাধিক ব্লকবাস্টার ছবির নায়িকা। ওঁদের বয়স হয়েছে। কলকাতায় আসা সম্ভব নয়। তাছাড়া মুম্বইয়ে মহানায়ক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সর্বভারতীয় ছবিমুক্তির মাধ্যমে। এবার ওঁদের জন্য বিশেষ শো-এর ব্যবস্থা করতে হবে।’’
ছবিতেও এই দুই তারকা অভিনেতার কথা উল্লেখ করেছেন সৃজিত। যেমন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্টার দেখে দারুণ খুশি। তাঁর প্রিয় ‘বিশু’র ছেলে ‘বুম্বা’ এখন ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন, এখবরে তিনি আপ্লুত। একই সঙ্গে ছবির শেষে টাইটেল কার্ড দেখানোর সময় মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির টুকরো অংশ দেখানো হয়েছে। সেখানে তনুজার সঙ্গে তাঁর অভিনীত ছবির টুকরো অংশ দেখে খুশিতে ফেটে পড়েছেন দর্শক। প্রসঙ্গত, ‘রাজকুমারী’, ‘দেয়ানেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গী’তে অভিনয় করেছেন উত্তম-তনুজা। বিশ্বজিতের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ‘দুই ভাই’, ‘মায়ামৃগ’-সহ আরও জনপ্রিয় ছবিতে।
বরাবর উত্তম-বিশ্বজিৎ পারিবারিক সম্পর্কে বাঁধা ছিলেন। দুই চট্টোপাধ্যায় বাড়ির যে কোনও অনুষ্ঠানে পারিবারিক উপস্থিতি বাঁধা ছিল।""
ছবিতেও এই দুই তারকা অভিনেতার কথা উল্লেখ করেছেন সৃজিত। যেমন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোস্টার দেখে দারুণ খুশি। তাঁর প্রিয় ‘বিশু’র ছেলে ‘বুম্বা’ এখন ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছেন, এখবরে তিনি আপ্লুত। একই সঙ্গে ছবির শেষে টাইটেল কার্ড দেখানোর সময় মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির টুকরো অংশ দেখানো হয়েছে। সেখানে তনুজার সঙ্গে তাঁর অভিনীত ছবির টুকরো অংশ দেখে খুশিতে ফেটে পড়েছেন দর্শক। প্রসঙ্গত, ‘রাজকুমারী’, ‘দেয়ানেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গী’তে অভিনয় করেছেন উত্তম-তনুজা। বিশ্বজিতের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে ‘দুই ভাই’, ‘মায়ামৃগ’-সহ আরও জনপ্রিয় ছবিতে।
বরাবর উত্তম-বিশ্বজিৎ পারিবারিক সম্পর্কে বাঁধা ছিলেন। দুই চট্টোপাধ্যায় বাড়ির যে কোনও অনুষ্ঠানে পারিবারিক উপস্থিতি বাঁধা ছিল।""
