জানুয়ারি মাসেই মুক্তি পেতে চলেছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। তারই নতুন গান 'আমি বারবার' মুক্তি পেয়েছে ৬ জানুয়ারি, মঙ্গলবার। মাত্র একদিনেই ১ মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গেল এই গানটির।
মুক্তির আগেই রেকর্ড গড়ল 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এই ছবির নতুন তথা ভরপুর প্রেমের গান 'আমি বারবার' মুক্তি পেতেই দর্শকদের নজর কেড়েছে। এই প্রথম কোনও বাংলা ছবির গান মুক্তি পাওয়ার একদিনের মধ্যেই ১ মিলিয়ন ভিউজ পেল। বলাই বাহুল্য এ এক দারুণ সাফল্য।
গানটি লিখেছেন এবং গেয়েছেন গায়ক অর্ণব দত্ত। তাঁর সঙ্গে আমি বারবার গানটিতে যে মহিলা কণ্ঠ শোনা গিয়েছে সেটা কাজল চট্টোপাধ্যায়ের। গানের এই সাফল্য প্রসঙ্গে অর্ণব বলেন, "ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতে কাজ করার অভিজ্ঞতা সত্যিই দারুণ। আপনারা যদি এখনও এই গানটি না শুনে থাকেন তাহলে প্লিজ এখনই দেখুন। গানটি শুনতে থাকুন, ভাল থাকুন, ভালবাসায় বিশ্বাস রাখুন। ধন্যবাদ।"
পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই ছবিতে 'আমি বারবার' গানটি এক অদ্ভুত রোমান্টিক এবং রেট্রো আবহে তৈরি করা হয়েছে, যা একই সঙ্গে পুরনো দিনের নস্টালজিয়া এবং বর্তমান সময়ের আধুনিকতাকে তুলে ধরেছে। এই গানে বনি সেনগুপ্ত এবং স্বস্তিকা দত্তকে দেখা গিয়েছে একেবারে ক্লাসিক রেট্রো লুকে।
অভিনেত্রী স্বস্তিকা দত্ত গানটির বিষয়ে বলেছেন, “এটা এমন একটা গান যা আমি সত্যিই বারবার শুনতে পারি। প্রথমবার রেট্রো অবতারে দেখতে পাওয়া আলাদাই একটা ব্যাপার। আমার এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে। অনেক বছর পর বনির সঙ্গে আবার কাজ করাটা এই গানটিকে আরও স্পেশাল করে তুলেছে। আমার বিশ্বাস দর্শক বারবার এই গানটি শুনবেন।”
অন্যদিকে গানটি প্রসঙ্গে পরিচালক বলেছেন, "আমরা ‘আমি বার বার’ গানটিকে নিছক প্রেমের গান হিসেবেই ভেবেছিলাম। অর্ণবের কম্পোজিশনে শুরু থেকেই একটা পুরনো দিনের জাদু ছিল। গানে আমরা রেট্রো আমেজ দিতে চেয়েছিলাম এবং বনি ও স্বস্তিকা ওদের রসায়ন দিয়ে সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মেলোডি-নির্ভর গানের এমন ইতিবাচক সাড়া দেখে খুব ভাল লাগছে।"
প্রসঙ্গত 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটি আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এই ছবির সঙ্গে একই সঙ্গে বড়পর্দায় আসবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'বিজয়নগরের হীরে'। 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা দত্ত, বনি সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, এবং সোহম মজুমদার।
