বঙ্গে নির্বাচনের আগে এসআইআর সরগরম রাজ্য রাজনীতি। বৈধ ভোটার চিহ্নিতকরণের প্রক্রিয়ায় জনপ্রিয় লেখক, কবি থেকে অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ বাদ যাচ্ছে না হিয়ারিং থেকে। কোনও সন্দেহ থাকলেই ডাক পড়ছে। সেই তালিকায় নাম রয়েছে দীপক অধিকারী ওরফে দেবের। এই বিষয়ে কী বললেন 'মেগাস্টার'? 

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল 'প্রজাপতি ২' ছবিটির স্পেশ্যাল স্ক্রিনিং। সেই অনুষ্ঠান থেকেই এসআইআরের হিয়ারিংয়ে ডাক পাওয়া বিষয়ে মুখ খুললেন দেব। অভিনেতা এদিন বলেন, "অনেক মানুষ যাচ্ছে হিয়ারিংয়ের জন্য, আমি কি একমাত্র নাকি? এমন হচ্ছে যেন আমায় অন্য কোথাও ডেকেছে। আরে এসআইআরের জন্যই তো ডেকেছে রে বাবা। আমি ভারতীয়, এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে, যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে সেটাকে আমি মেনে চলব। আমার কাছে এখনও নোটিশ আসেনি। কিন্তু আমি জানি আমাকে ডাকার কথা। খুব সম্ভবত ১৪ তারিখে আমার হিয়ারিং হবে, আমার অফিসকে যেটা জানানো হয়েছে। আমি যাব।" 

তিনি তৃণমূলের নেতা, সাংসদ বলেই কি ডাক পেলেন? এই বিষয়ে ঘাটালের সাংসদের সাফ জবাব, "নির্বাচনের সময় সব কিছুই রাজনৈতিক। আমি কী কথা বলছি, সেটা নিয়েও যদি রাজনীতি হয়। দেব ১২-১৩ বছর ধরে রাজনীতি করছে, আমি তার মধ্যে এমন কোনও মন্তব্য রাখিনি যাতে আমার দলের কোনও খারাপ হবে। এমন কোনও মন্তব্য রাখতে চাই না যাতে আমার দেশের সংবিধানে কোনও দাগ কাটুক। আমি আমার দেশের সংবিধানকে শ্রদ্ধা করি, আমি এটাও চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসুন। এটার মধ্যে কোনও রাজনীতি নেই। এবার রইল কথা এসআইআর, এটা নতুন নিয়ম। আমি সেটা মেনে চলব। এবং আমি এই দেশের নাগরিক প্রমাণ করার জন্য যা যা লাগবে করব।" 

প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার 'প্রজাপতি ২' ছবিতে দেখেছেন। ২০২৫ সালের বড়দিনে বড়পর্দায় মুক্তি পেয়েছে এই ছবি। এখনও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে। এদিকে নতুন বছরের একদম গোড়াতেই ৪টি ছবির ঘোষণা করেছেন দেব। চলতি বছরের স্বাধীনতা দিবসে আসছে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'। করিমূল হকের জীবনীর উপর ভিত্তি করে বানানো হবে এই ছবি। এছাড়া রয়েছে তাঁর এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি। ঘোষণা করেছেন 'খাদান ২' ছবিটিরও। বাদ যায়নি 'টনিক ২'। ফলে দেবের হাতে বর্তমানে একগুচ্ছ প্রজেক্ট রয়েছে যে সেটা স্পষ্ট। কিন্তু অভিনেতা ছাড়াও তাঁর আরও একটা পরিচিতি রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসের নেতা, ঘাটালের সাংসদ। গত এক দশকের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। সামনেই বাংলায় ভোট। ফলে এই বছর ছবির কাজের পাশাপাশি তিনি যে রাজনৈতিক কাজেও ব্যস্ত থাকবেন সেটা স্পষ্ট।