আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

'মস্তি ৪'-এর কমেডি সিন টোকা! আইনি গেরোয় রীতেশের ছবি 
২০২৫ সালে মুক্তি পেয়েছিল 'মস্তি ৪'। রীতেশ দেশমুখ অভিনীত এই ছবিটি এবার আইনি জটিলতায় জড়িয়ে পড়ল। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশিস শর্মা ছবির বিরুদ্ধে কেস করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ৬ জানুয়ারি তাঁর করা অভিযোগে জানিয়েছেন এই ছবির একটি কমেডি সিন তাঁরই একটি ভাইরাল মজার রিল থেকে হুবহু টুকে দেওয়া হয়েছে। বর্তমানে এই রিলটির প্রায় ১১ মিলিয়ন ভিউজ রয়েছে ইনস্টাগ্রামে। আশিস তাঁর অভিযোগে এও জানিয়েছেন ছবির প্রযোজক গল্পের মূল ভাবনা, স্টোরিলাইন, চরিত্রদের কথপোকথন থেকে শুরু করে ঘটনাক্রম, এমনকী পাঞ্চলাইন তাঁর কাজ থেকে টুকেছেন। আর তার জন্য না তাঁর অনুমতি নিয়েছেন, না ক্রেডিট দিয়েছেন। তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন। আগামী ১৩ জানুয়ারি এই কেসের পরবর্তী শুনানি। 

'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র শুটের আগেই বিচ্ছেদ ঘটে দীপিকা-রণবীরের? 
রণবীর কাপুরের সঙ্গে দীপিকা পাড়ুকোনের সম্পর্ক কারও অজানা নয়। এক সময় চর্চিত এই জুটির বিচ্ছেদের খবরে চমকে ছিলেন অনেকেই। প্রায় ২ বছর প্রেম করার পর আলাদা হয়ে যান তাঁরা। কিন্তু বিচ্ছেদ হলেও তার প্রভাব কাজের উপর কখনই পড়তে দেননি। সম্প্রতি অভিনেতা নবীন কৌশিক জানিয়েছেন 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবির শুটিং শুরু হওয়ার আগেই ব্রেকআপ হয়েছিল রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোনের। কিন্তু দারুণ পেশাদারিত্ব দেখিয়েছিলেন তাঁরা। নবীন সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, 'আমরা সবাই ভাবতাম, এই বুঝি শুটিং করতে করতে ওদের মধ্যে ঝগড়া লাগল। এই বুঝি যে কোনও মুহূর্তে ঝামেলা শুরু হল। বলাই বাহুল্য সেটা হলে দারুণ গসিপ হতো। কিন্তু এমন কিছুই ঘটেনি। সেটে খুবই পেশাদারিত্ব দেখাতেন ওরা।' 

৪০ তম জন্মদিনে যশ দেখা দেবেন না ভক্তদের! কেন? 
আগামী ৮ জানুয়ারি জন্মদিন অভিনেতা যশের। এই বছর তিনি ৪০ বছরে পা দিতে চলেছেন। প্রতি বছর তিনি তাঁর অনুরাগীদের দেখা দেন। কিন্তু এই বছর সেই অভ্যাস ভাঙতে চলেছে। জন্মদিনের দিন অনুরাগীদের সঙ্গে দেখা করবেন না যশ। জানিয়ে দিয়েছেন এই কথা। কিন্তু কেন? বর্তমানে তিনি তাঁর আসন্ন ছবি 'টক্সিক' নিয়ে দারুণ ব্যস্ত। তার কাজেই ডুবে আছেন। তাই অভিনেতা জানিয়েছেন জন্মদিনে না দেখা করাটা, দর্শক এবং ভক্তদের বিরাট ভাবে পুষিয়ে দেবেন ছবির মাধ্যমে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে টক্সিক। 

বিজয়, প্রভাসকেও ছাপিয়ে গেলেন সারা অর্জুন! জনপ্রিয়তার নিরিখে গড়লেন কোন রেকর্ড? 
গত ৫ ডিসেম্বর, ২০২৫ এ মুক্তি পেয়েছে 'ধুরন্ধর'। তারপর থেকে বক্স অফিসে এই ছবি যেমন ঝড় তুলেছে, তেমনই অভিনেতাদের অভিনয়, গল্প নিয়ে চর্চা থামছে। থামছে না আরও একটি বিষয়, সারা অর্জুনের সৌন্দর্য, তাঁর অভিনয়ের তারিফ এবং রণবীর সিংয়ের সঙ্গে তাঁর রসায়ন। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন। ছাপিয়ে গেলেন বিজয়, প্রভাসদের মতো তাবড় তাবড় অভিনেতাদের। আইএমডিবির জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় বিজয়, প্রভাসের আগে রয়েছেন সারা অর্জুন। তালিকার শীর্ষে রয়েছে তাঁর নাম।