শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: ৮৭-তেও তরতাজা যুবক ধর্মেন্দ্র! কোন ছবিতে বডি ডাবল’ ছাড়াই অ্যাকশন করলেন?

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৪ ০০ : ০৯


আরও একবার চর্চায় ধর্মেন্দ্র। চর্চায় ৮৭ বছর বয়সে অ্যাকশন করার জন্য। সৌজন্যে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ষষ্ঠ পরিচালনা ‘অগ্নিযুগ দ্য ফায়ার’। স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন প্রবীণ তারকা অভিনেতা। সেখানে ধর্মেন্দ্র লালা লাজপৎ রাই। আজকাল ডট ইনকে বিশ্বজিৎ নিজে জানিয়েছেন, ছবিতে ‘বডি ডাবল’ ছাড়াই অ্যাকশনে অংশ নিয়েছেন। এখবর জেনে বাবার শুটিং দেখতে এসেছিলেন ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল। এখানেই শেষ নয়। ছবিতে ‘রবীন্দ্রনাথ ঠাকুর’-এর ভূমিকায় অভিনয় করছেন অনুপম খের। শুটের আগে তিনি বেশ কিছুদিন বোলপুরে থেকে গিয়েছেন। বিশ্বকবিকে খুঁটিয়ে জেনেছেন। তারপর ক্যামেরার মুখোমুখি হয়েছেন। 

নতুন পরিচালক নিজে ধর্মেন্দ্রর এই অধ্যবসায় দেখে মুগ্ধ। বলেছেন, ‘‘আমার কাছে পুরো আত্মসমর্পণ করে ও। বলেছে, দাদা আমি তো লাজপৎ রাইকে দেখিনি। তুমি যেভাবে বলবে আমি সেভাবে চরিত্র ফুটিয়ে তুলব। এই আত্মসমর্পণ এযুগের অভিনেতাদের মধ্যে দেখা যায় না। তাঁরা নিজেদের মতো করে চরিত্রে অভিনয় করেন।’’ ধর্মেন্দ্র সে পথে হাঁটেননি। উল্টে সোজা জানিয়ে দিয়েছেন, ‘বডি ডাবল’ নিয়ে অ্যাকশনে অংশ নেবেন না। নিজেই যা পারেন করবেন।

একই অধ্যবসায় দেখা গিয়েছে অনুপম খেরের মধ্যেও। তিনিও কবিগুরুকে চেনার চেষ্টা করেছেন পরিচালকের চোখ দিয়ে। পরিচালকের মতে, রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি রাজনীতিক ছিলেন না। কিন্তু রাজনীতিমনস্ক ছিলেন। সেই জায়গা থেকেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি ইংরেজদের দেওয়া ‘নাইট’ উপাধি ত্যাগ করেছিলেন। এও জানিয়েছেন, এই ধরনের ছবি বানানো প্রচণ্ড পরিশ্রমের। প্রচুর গবেষণা করতে হচ্ছে। ভীষণ স্পর্শকাতর বিষয়। হয়তো সমালোচিতও হবেন। তবু চেষ্টার কসুর করছেন না। প্রবীণ তারকা অভিনেতা নিজের চোখে গান্ধীজিকে দেখেছন। দেখেছেন, কীভাবে অত্যাচারিত হয়েছেন ভারতবাসীরা। কলকাতার রাস্তায় ট্যাঙ্ক চলতে দেখেছেন। এই সব স্মৃতি তাঁকে ছবি বানাতে উদ্বুদ্ধ হয়েছেন। বিশ্বজিৎ স্বপ্ন দেখেন, তাঁর ছবি দেখে ভারতকে জানবে আগামী প্রজন্ম। স্বাধীনতা আন্দোলনের কথা। স্বাধীনতা সংগ্রামীদের জীবন।

পরিচালকের আফসোস, এমন অনেক বিপ্লবী আছেন যাঁদের কেউ চেনেন না। যাঁদের নিঃস্বার্থ আত্মবলিদান দেশ মনে রাখেনি। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সেই সব স্বাধীনতাসংগ্রামীদের বিস্মৃতি থেকে তুলে আনতে চান। এই ভাবনা থেকেই তৈরি হচ্ছে অগ্নিযুগ। যা এই বছরের শেষে বা সামনের বছর প্রেক্ষাগৃহে সম্ভবত মুক্তি পাবে।






নানান খবর

নানান খবর

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

বলিউডে পাড়ি দিলেন রিয়া গঙ্গোপাধ্যায়, হিন্দি ছবির নায়িকা না খলনায়িকা! কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

কলেজের গণ্ডি পেরোননি সোনম, ছেলে বায়ুর ভবিষ্যতের হাল কেমন হবে! এখন থেকেই দুশ্চিন্তায় অভিনেত্রী

আজ ভারতীয় সিনেমার ১১২ তম জন্মদিন! বাঙালি বলেই কি ‘জনক’ হীরালাল সেনকে ভুলে গিয়েছে বলিউড?

'বুলি'ই কি আসলে 'কথা'? 'এভি'র মুখোমুখি হতেই ধরা পড়ল কোন সত্যি! 

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

সোশ্যাল মিডিয়া