নিজেদের প্রযোজনা সংস্থার প্রথম ছবি মুক্তির পরেই ছেলে ঈশানকে নিয়ে সমুদ্র সৈকতে যশ দাশগুপ্ত-নুসরত জাহান। স্বামী যশের সঙ্গে নয় বরং ছেলে ঈশানের সঙ্গেই ছবি পোস্ট করলেন নুসরত।
ছেলে ঈশানকে তেমনভাবে সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে কখনওই আনেননি যশ-নুসরত। নুসরত একবার জানিয়েছিলেন, ‘‘ঈশানের বাবা যে দিন বলবে সবাইকে দেখাব ছেলের ছবি।’’ উল্লেখ্য, ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না প্রযোজক-অভিনেতা যশ। দীপাবলিতে একবার দুই ছেলের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে এবার ঈশানকে নিয়ে একদম ছুটির মুডে দেখা গেল মা নুসরতকে। তবে শুধুই যে ঘুরতে গেছেন তা কিন্তু নয়, আসলে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের জন্যই থাইল্যান্ডে যশ-নুসরত। আর শুটিংয়ের পাশাপাশি পরিবারের সঙ্গে খানিকটা সময়।
কাজের ফাঁকে মাঝে মধ্যেই ঘুরতে চলে যান যশ-নুসরত। তবে এবার প্রথমবার ছেলে ঈশানের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যদিও সেই ছবিতে ঈশানের মুখ দেখা যাচ্ছে না তেমন ভাবে। কিন্তু মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে কেমন সময় কাটাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে যশ-নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘সেন্টিমেন্টাল’। যদিও সেই ছবি বক্স অফিসে তেমনভাবে জায়গা করে নিতে পারেনি। কিন্তু এই ছবির মাধ্যমে বড়পর্দায় জুটি হিসেবে ফিরে আসা এবং মেইন্সট্রিম ছবি ফিরিয়ে আনাই মূল লক্ষ্য ছিল এই তারকা জুটির।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
ছেলে ঈশানকে তেমনভাবে সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে কখনওই আনেননি যশ-নুসরত। নুসরত একবার জানিয়েছিলেন, ‘‘ঈশানের বাবা যে দিন বলবে সবাইকে দেখাব ছেলের ছবি।’’ উল্লেখ্য, ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না প্রযোজক-অভিনেতা যশ। দীপাবলিতে একবার দুই ছেলের ছবি পোস্ট করেছিলেন তাঁরা। তবে এবার ঈশানকে নিয়ে একদম ছুটির মুডে দেখা গেল মা নুসরতকে। তবে শুধুই যে ঘুরতে গেছেন তা কিন্তু নয়, আসলে একটি মিউজিক ভিডিও শুটিংয়ের জন্যই থাইল্যান্ডে যশ-নুসরত। আর শুটিংয়ের পাশাপাশি পরিবারের সঙ্গে খানিকটা সময়।
কাজের ফাঁকে মাঝে মধ্যেই ঘুরতে চলে যান যশ-নুসরত। তবে এবার প্রথমবার ছেলে ঈশানের সঙ্গে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। যদিও সেই ছবিতে ঈশানের মুখ দেখা যাচ্ছে না তেমন ভাবে। কিন্তু মায়ের সঙ্গে সমুদ্র সৈকতে কেমন সময় কাটাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে যশ-নুসরতের প্রযোজনা সংস্থার প্রথম ছবি ‘সেন্টিমেন্টাল’। যদিও সেই ছবি বক্স অফিসে তেমনভাবে জায়গা করে নিতে পারেনি। কিন্তু এই ছবির মাধ্যমে বড়পর্দায় জুটি হিসেবে ফিরে আসা এবং মেইন্সট্রিম ছবি ফিরিয়ে আনাই মূল লক্ষ্য ছিল এই তারকা জুটির।
View this post on Instagram
