আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগণার বকখালির একটি হোটেলে এক মহিলা মেকআপ আর্টিস্টকে ধর্ষণের অভিযোগে প্রোডাকশান ম্যানেজারকে গ্রেফতার করেছে ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম রাহুল ঘোষ। গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় ওই ব্যক্তিকে ।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তাঁর দাবি, ""খোঁজ নিয়েছি, অভিযুক্ত ব্যক্তি ফেডারেশনের সদস্য নন। তদন্ত নিজ গতিতেই এগোবে।"" তিনি আরও জানান, ""আমরা সবসময় সমস্ত শিল্পীদের বলি ফেডারেশনের সদস্যদের সঙ্গে কাজ করতে। তাহলে এরকম ঘটনা ঘটতো না। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ইন্ডাস্ট্রির শিল্পীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করি সবসময়। কিন্তু মানুষ যদি এরকম অপরিচিত মানুষের সঙ্গে কাজ করেন বিষয়টা মুশকিল হয়ে যায় আমাদের জন্য। এরকম ঘটনা তো ইন্ডাস্ট্রিকেও কালিমালিপ্ত করছে।""
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মিউজিক ভিডিওর শুটের জন্য বকখালি আসে একটি প্রোডাকশন টিম। কাজের আশায় সেই প্রোডাকশন টিমের ব্যবস্থাপনায় রাতে সেখানকার একটি হোটেলে থাকতে রাজি হন ডানলপের ওই রূপটান শিল্পী। ভোরের দিকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই মুহূর্তে তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ইতিমধ্যেই অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। অভিযোগ দায়ের হলে রাতেই গ্রেফতার হয় নরেন্দ্রপুরের বাসিন্দা রাহুল । গতকাল আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি।
এই ঘটনায় ইন্ডাস্ট্রিতে মেয়েদের সুরক্ষা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। যদিও ধৃত ব্যক্তির জবানবন্দি এখনও প্রকাশ্যে আসেনি। তদন্ত চলছে।
এই প্রসঙ্গে আজকাল ডট ইন এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তাঁর দাবি, ""খোঁজ নিয়েছি, অভিযুক্ত ব্যক্তি ফেডারেশনের সদস্য নন। তদন্ত নিজ গতিতেই এগোবে।"" তিনি আরও জানান, ""আমরা সবসময় সমস্ত শিল্পীদের বলি ফেডারেশনের সদস্যদের সঙ্গে কাজ করতে। তাহলে এরকম ঘটনা ঘটতো না। মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, ইন্ডাস্ট্রির শিল্পীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করি সবসময়। কিন্তু মানুষ যদি এরকম অপরিচিত মানুষের সঙ্গে কাজ করেন বিষয়টা মুশকিল হয়ে যায় আমাদের জন্য। এরকম ঘটনা তো ইন্ডাস্ট্রিকেও কালিমালিপ্ত করছে।""
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার মিউজিক ভিডিওর শুটের জন্য বকখালি আসে একটি প্রোডাকশন টিম। কাজের আশায় সেই প্রোডাকশন টিমের ব্যবস্থাপনায় রাতে সেখানকার একটি হোটেলে থাকতে রাজি হন ডানলপের ওই রূপটান শিল্পী। ভোরের দিকে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই মুহূর্তে তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। ইতিমধ্যেই অভিযোগকারিণীর মেডিক্যাল টেস্ট হয়েছে। অভিযোগ দায়ের হলে রাতেই গ্রেফতার হয় নরেন্দ্রপুরের বাসিন্দা রাহুল । গতকাল আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি।
এই ঘটনায় ইন্ডাস্ট্রিতে মেয়েদের সুরক্ষা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। যদিও ধৃত ব্যক্তির জবানবন্দি এখনও প্রকাশ্যে আসেনি। তদন্ত চলছে।
