নিজস্ব সংবাদদাতা একই ছাদের তলায় দুজন মানুষের সংসারে একে অপরের সঙ্গে দেখা নেই, কথা নেই, সেই সংসার ভেঙে যাওয়া ছাড়া আর বোধহয় কোনও পথ নেই. ধরা যাক তাদের মধ্যে আলাপ ও নেই, জানেন না একে অপরের পরিচয়, এক না বলা সংসার করে চলেছেন দু’জন, যা আছে তা হল শুধুই অনুভূতি- যা আজকের এই আবেগহীন, শর্তে ভরা সম্পর্কে প্রায় মিসিং. সেই কারণে বহুদিন পর প্রেমের এই মিষ্টি অনুভূতির সঙ্গে আলাপ করাতে আসছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী. আলাপ না হওয়া শর্তহীন অনুভূতিময় ও শুধুমাত্র মানসিক ভাবে পর্দায় সংসার করে চলেছেন যে দু’জন মানুষ তারা হলেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী.আবিরের ক্ষেত্রে গোয়েন্দাগিরি ছেড়ে এবার শুধুই প্রেম। ডাকাবুকো মিমিও পাচ্ছেন না রেহাই। কিছুদিন আগেই ‘রক্তবীজ’ ছবিতে এই জুটিকে দেখেছেন দর্শকেরা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত, মিঠাইয়ের পর আবারও পর্দার সামনে তন্নী লাহা রায়. ট্রেইলার লঞ্চ হল ‘আলাপ’-এর, ছিলেন সংগীত পরিচালক অনুপম রায়. আবির মিমির প্রথম আলাপ কোথায়? প্রশ্ন শুনেই আবির মিমির মনে পড়ে যায় ‘বোঝেনা সে বোঝেনা’র সেই ক্লাইম্যাক্স দৃশ্য অর্থাৎ বাস অ্যাকসিডেন্টের-এর কথা।পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকীর কথায়, ‘’বর্তমানে প্রেমের ধরণটা একদম বদলে গেছে, পুরোটাই ভার্চুয়াল। হাতে লেখা চিঠি নেই, অপেক্ষা নেই, সেই সময় দাঁড়িয়ে দুটো মানুষ একে অপরকে না দেখেও প্রেমে পড়েছে, সবচেয়ে বড় কথা মিষ্টি একটা অনুভূতি রয়েছে যা আশা করি দর্শকদের ভালো লাগবে." সঙ্গীত পরিচালক অনুপম রায়ের উত্তর, ‘’একটা গান মুক্তি পেয়েছে, সকলে পছন্দ করছেন, সঙ্গীত ছবিটার গল্প অনেকটা এগিয়ে নিয়ে যাবে।‘’ তবে এই আলাপ ছাড়া প্রেম, সংসার আজকের দিনে কি সত্যি সম্ভব? এই প্রশ্নের এখনই কোনও উত্তর দিতে নারাজ ‘আলাপ’ পরিবার। ২৬শে এপ্রিল এই অদেখা প্রেমের অনুভূতির গল্প দেখতে হাজির হতে হবে সিনেমা হলে।