‌আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) জানিয়েছে, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাকিস্তানে এখন রয়েছে তত্ত্বাবধায়ক সরকার। সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে ভোট হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান নির্বাচন কমিশন জানিয়েছিল, সর্বশেষ আদমশুমারির পর নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য অন্তত চার মাস সময় প্রয়োজন। অবশেষে নির্বাচনের দিন ঘোষণা হল। এই মুহূর্তে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রয়েছেন আনোয়ারুল হক কাকার।