আজকাল ওয়েবডেস্ক: ইংরেজদের শায়েস্তা করতে আসছেন দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক। বাংলা ইন্ডাস্ট্রিতে অন্যতম বড় বাজেটের এই ছবি নিয়ে ক্রমেই বাড়ছে উত্তাপ। স্বাধীনতা দিবসের আগেই তাই দেশাত্মবোধক এই ছবির প্রথম টিজারে চোখ রাখল আজকাল ডট ইন।
2
9
চমকপ্রদ গ্রাফিক্সের মধ্যে দিয়ে শুরু হচ্ছে ট্রেলার। সঙ্গে ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গুরুগম্ভীর গলা। দুর্দান্ত অ্যাকশনে তরবারি হাতে একের পর এক শত্রুকে খতম করতে থাকেন তিনি।
3
9
এর পরই তাঁর আহ্বান দেবী চৌধুরানী তথা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। তরোয়ালের মধ্যে যেন ‘উল্কার তেজ’ রানীর চরিত্রে।
ছবিতে জমিদার হরবল্লভ রায়ের গুরুত্বপূর্ণ চরিত্রে সব্যসাচী চক্রবর্তী অভিনয় করেছেন।
6
9
রয়েছে ‘ফেলুদা’ পুত্র অর্জুনও। রঙ্গরাজ চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী।
7
9
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দর্শনা বণিক , বিবৃতি চট্টোপাধ্যায় ও কিঞ্জল নন্দকে।
8
9
মজনু শাহের ভূমিকায় অভিনয় করছেন ভরত কল।
9
9
উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি বছরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।