বাড়িতে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। খবর, চিকিৎসার জন্য ৭৬ বছরের প্রবীণ পরিচালককে ভর্তি করানো হয়েছে সরকারি হাসপাতালে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। খবর ছড়াতেই উদ্বিগ্ন টলিউড। অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা চেয়ে শুভকামনা জানিয়েছেন।
পরিচালকঘনিষ্ঠ অমিত মণ্ডল আজকাল ডট ইনকে জানিয়েছেন, রিজেন্ট পার্কের কাছে একটি বাড়িতে একাই থাকেন প্রবীণ পরিচালক। বহু বছর ধরে চরম অর্থকষ্টে ভুগছেন। তাঁকে দেখাশোনার করারও কেউ নেই। কয়েকজন গুণমুগ্ধ তাঁর দেখভাল করেন। খবর, সম্প্রতি প্রস্টেটের সমস্যায় ভুগছিলেন তিনি। সেই অবস্থাতেই বাড়িতে পড়ে যান। হাসপাতালে বেডের অভাবে সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা যায়নি।
আটের দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো ছবি পরিচালনা করেছেন উৎপলেন্দু। ১৯৮২ সালে তাঁর ‘চোখ’ ছবি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেয়েছে। ছবিটির পোস্টার এঁকেছিলেন সত্যজিৎ রায়। এছাড়াও, রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদকে সম্মানিত উৎপলেন্দু।
পরিচালকঘনিষ্ঠ অমিত মণ্ডল আজকাল ডট ইনকে জানিয়েছেন, রিজেন্ট পার্কের কাছে একটি বাড়িতে একাই থাকেন প্রবীণ পরিচালক। বহু বছর ধরে চরম অর্থকষ্টে ভুগছেন। তাঁকে দেখাশোনার করারও কেউ নেই। কয়েকজন গুণমুগ্ধ তাঁর দেখভাল করেন। খবর, সম্প্রতি প্রস্টেটের সমস্যায় ভুগছিলেন তিনি। সেই অবস্থাতেই বাড়িতে পড়ে যান। হাসপাতালে বেডের অভাবে সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা যায়নি।
আটের দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো ছবি পরিচালনা করেছেন উৎপলেন্দু। ১৯৮২ সালে তাঁর ‘চোখ’ ছবি সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার পেয়েছে। ছবিটির পোস্টার এঁকেছিলেন সত্যজিৎ রায়। এছাড়াও, রাষ্ট্রপতি পুরস্কার, এনএফডিসি-র স্বর্ণপদকে সম্মানিত উৎপলেন্দু।
