স্বস্তিকা মুখোপাধ্যায় সাইবার অপরাধের শিকার। একথা নায়িকা টুইটার (বর্তমান এক্স) এবং ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, তাঁর ফেসবুক পাতা হ্যাক হয়ে গিয়েছে। টের পাওয়ার পরেই তিনি এবং তাঁর টিম বিষয়টি নিয়ে পদক্ষেপ করছেন। একই সঙ্গে তাঁর অনুরোধ, ‘আমার পাতা থেকে কোনও রকম অশ্লীল বা কুরুচিকর পোস্ট গেলে সেটি এড়িয়ে যাবেন। কারণ, এটি আমার করা নয়।’ এর আগে "শিবপুর" ছবিতে অভিনয়ের সময় তাঁর ব্যক্তিগত, উন্মুক্ত ছবি সামাজিক পাতায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন ছবির প্রযোজক। নায়িকা আগাম পদক্ষেপ করায় তেমন কিছু হয়নি।
তারকাদের সামাজিক পাতা হ্যাক হওয়া নতুন কিছু নয়। এর আগে বড় এবং ছোট পর্দার একাধিক অভিনেতা সতর্কবার্তার মাধ্যমে জানিয়েছেন সবাইকে। স্বস্তিকা সেই তালিকায় নতুন সংযোজন। তবে তাঁর পাতায় এখনও কোনও রকম কুরুচিকর পোস্ট বা বন্ধুত্বের প্রস্তাব কাউকে পাঠানো হয়নি। বরং তাঁর পাতায় তাঁর আগামী কাজের খবর। টলিউডের পাশাপাশি অনেকটা সময় তিনি বলিউডে নানা স্বাদের ছবি-সিরিজ করছেন। তাঁর আগামী কাজ ‘লাভ-সেক্স-ধোকা ২’। সম্প্রতি তার টিজার প্রকাশ্যে এসেছে। টিজার অনুযায়ী স্বস্তিকার সঙ্গে দেখা যাবে মৌনি রায়, তুষার কাপুর, সোফি চৌধুরীকে। গানের দায়িত্বে অনু মালিক।
View this post on Instagram
A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)
তারকাদের সামাজিক পাতা হ্যাক হওয়া নতুন কিছু নয়। এর আগে বড় এবং ছোট পর্দার একাধিক অভিনেতা সতর্কবার্তার মাধ্যমে জানিয়েছেন সবাইকে। স্বস্তিকা সেই তালিকায় নতুন সংযোজন। তবে তাঁর পাতায় এখনও কোনও রকম কুরুচিকর পোস্ট বা বন্ধুত্বের প্রস্তাব কাউকে পাঠানো হয়নি। বরং তাঁর পাতায় তাঁর আগামী কাজের খবর। টলিউডের পাশাপাশি অনেকটা সময় তিনি বলিউডে নানা স্বাদের ছবি-সিরিজ করছেন। তাঁর আগামী কাজ ‘লাভ-সেক্স-ধোকা ২’। সম্প্রতি তার টিজার প্রকাশ্যে এসেছে। টিজার অনুযায়ী স্বস্তিকার সঙ্গে দেখা যাবে মৌনি রায়, তুষার কাপুর, সোফি চৌধুরীকে। গানের দায়িত্বে অনু মালিক।
