আজকাল ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে এবার ভালো ফল করতে মরিয়া সমাজবাদী পার্টি। সেখানকার ৮০ টি আসনের মধ্যে ৬৫ টি আসনে লড়াই করবে তারা। জানালেন অখিলেশ যাদব। বাকি আসন ইন্ডিয়া জোট এবং কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে। ইন্ডিয়া জোটে থাকলেও বিজেপির সঙ্গে পৃথকভাবে লড়াই করবে সামাজবাদী পার্টি। দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডিয়া জোট প্রতিটি রাজ্যেই আসন রফা করে নেবে। রাহুল গান্ধীর সঙ্গে এবিষয়ে তাদের আলাদা করে কথা হয়েছে। রাহুল বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন। পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে চায় সমাজবাদী পার্টি তাই একেই তারা এবারে প্রধান ইস্যু করেছে। ইন্ডিয়া জোট যদি সঠিকভাবে নিজেদের কাজ করতে পারে তবে আগামী লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে আর দেখা যাবে না। বিগত বেশ কয়েকটি নির্বাচনে বেশ খারাপ ফল করেছে বিজেপি। সেই ধারা যদি চলতে থাকে তবে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে খুব একটা বেগ পেতে হবে না বলেই মনে করে অখিলেশ। চলতি মাসেই রাজস্থান এবং ছত্তিশগড়ে নির্বাচন রয়েছে। এই দুটি স্থানেই কংগ্রেসের সরকার রয়েছে। নির্বাচনের ধারা যেদিকে চলছে তাতে ফের কংগ্রেস আসতে পারে এই দুই রাজ্যে। এটা বিজেপির বিরুদ্ধে ভালো টনিক হতে পারে বলেই মনে করেন অখিলেশ যাদব।
