আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে সমস্যা অব্যাহত। বৃহস্পতিবার ইডেনের বাইরে বিক্ষোভে সামিল হয় একদল সদস্য। দাবি সেই একটাই। ইডেন ম্যাচের টিকিট জুটছে না। এদিন সিএবি অনুমোদিত বিভিন্ন ক্লাবের সদস্যদের টিকিট দেওয়া হবে বলে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ ভিত্তিতে টিকিট বণ্টন করা হবে। ইডেনের ১৩ নম্বর গেট থেকে টিকিট দেওয়া হয়। কিন্তু প্রচুর সদস্য টিকিট পায়নি। তাতেই তাঁরা বিক্ষোভ জানাতে শুরু করে। এবার টিকিট সংখ্যা কম থাকায় সিএবি সদস্যদের অনলাইনে টিকিট কাটার কথা জানায় সিএবি। কিন্তু অনলাইন টিকিট বুক করার পরও বেশ কিছু সদস্যা এখনও টিকিট হাতে পায়নি। সেই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে সদস্যরা। কিন্তু বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার পক্ষ থেকে এখনও কোনও সদোত্তর দেওয়া হয়নি। বুধবার টিকিট কাণ্ডে ময়দান থানায় সিএবি কর্তাদের বিরুদ্ধে অভিযোগ জানান এক ক্রিকেট ভক্ত। বাংলার ক্রিকেট কর্তাদের বিরুদ্ধে টিকিট দুর্নীতির অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য সিএবি কর্তাদের ময়দান থানায় ডাকা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, সংস্থার সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি থানায় লিখিতভাবে জানিয়ে দেন, তাঁদের এর মধ্যে কোনও ভূমিকা নেই। টিকিটের গোটা বিষয়টি দেখছে অনলাইন সংস্থা এবং বিসিসিআই। তাঁকে তলব করা হলেও যাননি স্নেহাশিস গাঙ্গুলি। প্রসঙ্গত, ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচের পাঁচদিন আগে থেকেই টিকিটের কালোবাজারি শুরু হয়েছে। দু"দিন আগে ভিনরাজ্য থেকে আসা তিনজনকে গ্রেফতার করা হয়।
