শুক্র–মঙ্গল গ্রহযুদ্ধ! ২০২৬-এই কপাল পুড়বে ৪ রাশির, আপনি তালিকায় আছেন কি না দেখে নিন
নিজস্ব সংবাদদাতা
২৬ ডিসেম্বর ২০২৫ ২১ : ৫৯
শেয়ার করুন
1
6
শুক্র গ্রহ গোচর করে ধনু রাশিতে প্রবেশ করেছে। একই রাশিতে ইতিমধ্যেই অবস্থান করছে মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালে ৬ জানুয়ারি তারিখে এই দুই গ্রহ একে অপরের খুব কাছাকাছি চলে আসবে। এর ফলেই শুরু হবে তথাকথিত ‘শুক্র–মঙ্গল গ্রহযুদ্ধ’।
2
6
শুক্র ও মঙ্গলকে পরস্পরের চরম শত্রু গ্রহ হিসাবে ধরা হয়। তাই এদের ঘনিষ্ঠ অবস্থানকে জ্যোতিষশাস্ত্রে ‘শুক্র–মঙ্গল যুদ্ধ’ বলা হচ্ছে। এই সংঘর্ষের প্রভাব ৬ জানুয়ারি সকাল থেকে শুরু হয়ে ১০ জানুয়ারি সকাল পর্যন্ত থাকবে। এই চার দিন বিশেষ করে চারটি রাশির জাতকদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে।
3
6
মেষ রাশির জাতকদের ক্ষেত্রে শুক্র–মঙ্গল যুদ্ধ মানসিক চাপ, রাগ এবং খিটখিটে ভাব বাড়িয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী বা ঊর্ধ্বতন কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই সময় অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলাই ভাল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অনিদ্রা, স্বাস্থ্যগত সমস্যা এবং অর্থক্ষতির যোগও দেখা দিতে পারে।
4
6
বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা মানসিক অশান্তি ও উদ্বেগ বাড়াতে পারে। কারও কারও আর্থিক অবস্থাও কিছুটা টালমাটাল হতে পারে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। কেউ সমালোচনা করলে শান্তভাবে তা গ্রহণ করার চেষ্টা করুন। মেডিটেশন, ধ্যান ও যোগাভ্যাস উপকারী হবে। মন ভাল রাখতে বিনোদনের জন্যও সময় বার করুন।
5
6
তুলা রাশির জাতকদেরও এই চার দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আবেগগতভাবে অস্থির বোধ করতে পারেন। আইনি বিষয় নিয়ে কাজ করলে খুব সাবধান থাকুন। ঘর ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে অসুবিধা হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন।
6
6
বৃশ্চিক রাশির জাতকদের ক্ষেত্রে এই সময় মানসিক চাপ ও অস্থিরতা বাড়তে পারে। মানসিকভাবে নিজেকে ক্লান্ত ও অবসন্ন মনে হতে পারে। ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ, না হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। সুস্থ জীবনযাপন ও ইতিবাচক অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন।