আচমকাই জাঁকিয়ে শীত পড়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। জানা যাচ্ছে, বছর শেষের আগে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে গিয়েছে এককের ঘরে।
2
7
হাওয়া অফিস জানিয়েছে প্রবল উত্তুরে হাওয়ার জেরে এই পরিস্থিতি। সেখানে নতুন বছরের আগে তাপমাত্রা আরও কমতে পারে। রাজ্যের বিভিন্ন অংশেই এখন চলছে শীতের দাপট। জেলার বিভিন্ন অংশে তাপমাত্রা নেমেছে আরও নিচের দিকে।
3
7
বাঁকুড়া, বীরভূম, দুই দিনাজপুর, মেদিনীপুরে রাতের দিকে তাপমাত্রার পারদ অনেকটাই কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মরশুমে শহরের শীতলতম দিন হিসেবে ধরা হচ্ছে। তবে এই হাড়কাঁপানো ঠান্ডা এখনই যাচ্ছে না।
4
7
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে বলা হয়েছে, শনিবার তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন রাতের পাশাপাশি দিনের তাপমাত্রাও আরও কিছুটা কমতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই।
5
7
আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দাপট চলবে উত্তুরে হাওয়ার। শুক্রবার দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতেও তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গিয়েছে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
6
7
শনিবার সকালে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আলিপুরদুয়ার, দক্ষিণ এবং উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা এবং কোচবিহারে ঘন কুয়াশার প্রভাব থাকবে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা।
7
7
শনিবার শহর কলকাতায় পরিষ্কার আকাশ থাকবে। তবে, শীতের তাপমাত্রায় কোনও বদল নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।