আজকাল ওয়েবডেস্ক: কেন তাঁকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বলা হয়, তার আরও একবার প্রমাণ দিলেন বিরাট কোহলি। শুক্রবার বেঙ্গালুরুতে দিল্লির হয়ে গুজরাটের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে ৭৭ রানের ইনিংস খেলেন। তাঁর এই রান যেমন দলকে সাহায্য করেছে, তেমনই ইতিহাসের পাতায় আরও একবার নাম লেখালেন। ছাপিয়ে গেলেন অস্ট্রেলিয়ার মাইকেল বিভানকে। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে ন্যূনতম ৫০০০ রান থাকা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় কোহলির। লিস্ট এ-তে বিরাটের গড় ৫৭.৮৭। বিভানের ছিল ৫৭.৮৬। একদিনের ক্রিকেটে অন্যতম সেরা ফিনিশারদের তালিকায় থাকবেন অস্ট্রেলিয়ান তারকা। দীর্ঘ বছর তাঁর রেকর্ড অক্ষুন্ন থাকে। 

এদিন গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রান করেন কোহলি। রানের খিদের ক্ষেত্রে শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা টানা হয় বিরাট কোহলির। সম্প্রতি শেষ কয়েক মাস বিরাটের ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। বয়সের সায়াহ্নে চলে এলেও রানের খিদে কমেনি। সমালোচকদের যোগ্য জবাব দেন। শেষ ছয় এ লিস্টের ম্যাচে কোহলির রান ৫৮৪। গড় ১৪৬.০০। গুজরাটের বিরুদ্ধে ৭৭ রান করেন। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে তাঁর রান ১৩১। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ৬৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও শতরান রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর রান ৭৪। পুরো ২০২৫ সাল দারুণ ছন্দে ছিলেন। চলতি বছর লিস্ট এ ক্রিকেটে তাঁর স্ট্রাইক রেট ১১০ এর বেশি। আধুনিক সাদা বলের ক্রিকেটে নিজেকে মানিয়ে নিয়েছেন। সম্প্রতি আরও একটি রেকর্ড করেন। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৬,০০০ রানে পৌঁছন। শচীন তেন্ডুলকরের থেকে ৬১ ইনিংস কম খেলে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বিরাট।