বড়পর্দা, ছোটপর্দায় নাটকের পর পরীমণি ওয়েব সিরিজে। নাম ‘রঙিলা কিতাব’। হইচই বাংলাদেশের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিরিজের শুট এখনও শুরু হয়নি। তাঁর আগেই ফাঁস, ‘কিতাব’-এর থেকেও বেশি ‘রঙিলা’ নাকি নায়িকা নিজে! কী রকম? পরী খুব রেগে গেলে কী করেন? লোকের মাথা ফাটিয়ে দেন! শুনতে অবাক লাগলেও নায়িকা নিজের মুখে একথা বলেছেন। যদিও হাসতে হাসতে পরে জানিয়েছেন, কার উপরে রাগ করছেন আর কতটা রাগ করছেন তার উপরে নির্ভর করে সবটা।

মাথা ঠাণ্ডা রাখতে আর শরীর-মন সতেজ করতে নায়িকা তাই শুট শেষ টেনে ঘুম দেন। একথাও তিনি নিজে জানিয়েছেন। আর সুযোগ পেলেই রকমারি মিষ্টি চেখে দেখেন। একদম ঠিক শুনছেন, নায়িকা হয়েও মিষ্টিতে ‘না’ নেই তাঁর। তারপরেই জানিয়েছেন তাঁর প্রথম ওয়েব সিরিজের কথা। এই সিরিজের পাশাপাশি টলিউডের ছবিতেও কাজ করছেন। সোহম চক্রবর্তীর বিপরীতে, দেবরাজ সিনহার ‘ফেলু বক্সী’ ছবিতে। সহ-অভিনেতা মধুমিতা সরকার। রহস্যরোমাঞ্চ এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘লাবণ্য’। এর বেশি আর কিছু ফাঁস করতে রাজি নন তিনি।

পরী আপাতত শুট উপলক্ষে কলকাতায়। কাজের ফাঁকে ছেলে পদ্মকে নিয়ে দুর্দান্ত সময় কাটাচ্ছেন। কখনও মা-ছেলেতে মিলে খেলায় মেতেছেন রঙিন মাছেদের সঙ্গে। কখনও লুক সেট সেরেছেন ছেলে কোলে। রাত বেশ গাঢ়। আধাঘুমন্ত ছেলেকে বুকে জড়িয়ে একা মা দ্রুত ছুটছেন সাময়িক আস্তানায়। শহরের প্রথম সারির হোটেলের আরামদায়ক ঘরে। যেখানে পর্দা সরালেই রাতের আকাশ ধরা দেয়। রুপোলি পর্দার তারা সে দিকে তাকিয়ে বন্ধুত্ব পাতান আকাশের তারাদের সঙ্গে।