আজকাল ওয়েবডেস্ক: বরুণ গান্ধীকে ব্রাত্য রেখেই এবার লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা তৈরি করছে বিজেপি শিবির। পিলভিটের এই সাংসদের স্বচ্ছ ভাবমূর্তি দেখে এবার তাঁকে কংগ্রেসে যোগদানের আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অধীর বলেন, গান্ধী পরিবারের জন্য বরুণ গান্ধীকে টিকিট দেয়নি বিজেপি। যদি বরুণ গান্ধী কংগ্রেসে যোগদান করে তবে আমরা খুশি হব। বরুণ একজন শিক্ষিত ব্যক্তি। তাঁর একটি স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাঁকে কংগ্রেসে স্বাগত। রবিবার বিজেপি ১১১ জনের যে তালিকা প্রকাশ করে সেখানে বরুণ গান্ধীর নাম নেই। উত্তর প্রদেশের মন্ত্রী জিতেন প্রসাদ যিনি কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন দুবছর আগে তাঁকে পিলভিটের প্রার্থী হিসাবে ঘোষণা করে বিজেপি। বরুণ গান্ধী ২০০৯ সালে পিলভিট থেকে চার লক্ষের বেশি ভোটে জেতেন। এরপর ২০১৪ এবং ২০১৯ সালেও ভোটে জেতেন। অন্যদিকে জিতেন প্রসাদ মনমোহন সিংয়ের আমলে দুবার মন্ত্রী ছিলেন। তবে ২০১৪ এবং ২০১৯ সালে দুটি নির্বাচনেই তিনি হেরে যান। উত্তর প্রদেশে সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে। এখানে রয়েছে ৮০ টি আসন। সাত দফাতেই এখানে ভোট হবে।