আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন মিচেল স্যান্টনার। এখনও পর্যন্ত বিশ্বকাপে ফিল্ডিংয়ে একনম্বরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার। ছয় ম্যাচে মাত্র চারটি ক্যাচ নিয়েছেন স্যান্টনার। কিন্তু শুধুমাত্র তাতে আটকে নেই তাঁর ফিল্ডিংয়ের মান। গ্রাউন্ড ফিল্ডিংয়ে স্যান্টনারের ইম্প্যাক্ট প্রবল। আফগানিস্তানের বিরুদ্ধে এক হাতে অনবদ্য ক্যাচ নেন। ব্ল্যাক ক্যাপ্সদের হয়ে ৯ রান বাঁচান কিউয়ি অলরাউন্ডার। এছাড়াও ফিল্ডিংয়ের বিভিন্ন বিভাগে যেমন থ্রো, প্রেসার রেটিং এবং রান আউটে কোহলিকে টেক্কা দিলেন স্যান্টনার। ছয় ম্যাচের পর পরিসংখ্যানে তেমনই জানা গিয়েছে। সেরা ফিল্ডিংয়ের তালিকায় রয়েছেন ডেভিড মিলার এবং ডেভিড ওয়ার্নারও। প্রথম তিন ম্যাচের শেষে এগিয়ে ছিলেন বিরাট। কিন্তু পরের তিন ম্যাচের শেষে ছ'নম্বরে নেমে যান তিনি। তাঁকে ছাপিয়ে পঞ্চম স্থানে উঠে এলেন রবীন্দ্র জাদেজা। ৪৩.২৮ রেটিং পয়েন্ট নিয়ে একনম্বরে কিউয়ি অলরাউন্ডার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন মিলার এবং ওয়ার্নার। ৩৩.৪৬ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে কোহলি। টিম ফিল্ডিংয়ের ব়্যাঙ্কিংয়ে একনম্বরে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা মোট ৪৪টি ক্যাচ নিয়েছে। অন্যান্য দলগুলোর থেকে ৭ বেশি। সবচেয়ে বেশি রান বাঁচিয়েছেও দক্ষিণ আফ্রিকা। কম ক্যাচ ফেলায় দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস।
