আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলিকে টপকে যেতে পারেন শ্রেয়স আইয়ার। সদ্য চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন আইয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সহ–অধিনায়ক তিনিই। ভদোদরায় ৪৯ রানের ইনিংস খেলেছেন। বিরাটের সঙ্গে লম্বা জুটি গড়েছেন।
রাজকোটে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে। ওই ম্যাচে আর ৩৪ রান করলেই একটি রেকর্ড গড়বেন শ্রেয়স। এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিকে শ্রেয়সের রান ২৯৬৬। রাজকোটে ৩৪ রান করলেই একদিনের ক্রিকেটে দ্রুততম ৩০০০ রান করা ভারতীয় ব্যাটার হবেন তিনি।
দ্রুততম ৩০০০ রানের রেকর্ড বর্তমানে রয়েছে শিখর ধাওয়ানের দখলে। তিনি ৭২ ইনিংসে ৩০০০ রান করেন। বিরাট তালিকায় দুইয়ে। ৩ হাজার রান করতে নিয়েছিলেন ৭৫ ইনিংস। তিনে লোকেশ রাহুল। ৩ হাজার রান করেছেন ৭৮ ইনিংসে। সেখানে ৬৮ ইনিংসে শ্রেয়সের হয়েছে ২৯৬৬ রান। সর্বোচ্চ ১২৮ অপরাজিত। রয়েছে পাঁচটি শতরানও।
তবে একদিনের আন্তর্জাতিকে দ্রুততম ৩ হাজার রানের নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার দখলে। তিনি ৫৭ ইনিংস নিয়েছিলেন। দুইয়ে ওয়েস্ট ইন্ডিজের সাই হোপ (৬৭ ইনিংস), তিনে পাকিস্তানের ফখর জামান (৬৭ ইনিংস), চারে পাকিস্তানেরই ইমাম উল হক। আর পাঁচে পাকিস্তানের বাবর আজম।
রাজকোটে আর ৩৪ রান করলেই চার নম্বরে চলে আসবেন শ্রেয়স।
এদিকে ভদোদরায় জেতার পর বিরাটের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রেয়স। তিনি বলেছিলেন, ‘বিরাটের ইনিংস নিয়ে যতই বলা হোক না কেন, সেটা কমই হবে। বহু বছর ধরেই এটা আমরা দেখে আসছি। বিরাট ধারাবাহিকভাবে এভাবে পারফর্ম করে আসছে। যেভাবে স্ট্রাইক রোটেট করছিল, যেভাবে বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করছিল, সেটা এক কথায় অনবদ্য।’
নিজের ব্যাটিং নিয়ে বলেছিলেন, ‘সিরিজের শুরুটা ভালভাবে হল। বেশ কিছু দিন পর আবার ভারতীয় দলে ফিরলাম। দারুণ লাগছে। ড্রেসিংরুমে সবার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো দারুণ অনুভূতি। গত কয়েক মাস ধরে সেটা মিস করছিলাম।’
এদিকে, চোটের জন্য সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় বুধবার প্রথম একাদশে আসতে পারেন নীতীশ কুমার রেড্ডি। সুন্দরের পরিবর্তে দলে দিল্লির তরুণ ব্যাটার আয়ূষ বাদোনি এলেও তাঁর প্রথম এগারোয় থাকার সম্ভাবনা প্রায় নেই। ভারতীয় দল চাইছে রাজকোটেই সিরিজ জয় শেষ করে ফেলতে।
