শিল্পী মন, বসন্ত এলে দোলা লাগবেই। তার উপরে রঙের মরশুম হলে কথাই নেই। কবিগুরুকে শিরোধার্য করে ‘রং যেন মোর মর্মে লাগে/ আমার সকল কর্মে লাগে’... উপলব্ধি সফল করতেই হবে। ইমন চক্রবর্তী সেই দলে। রবিবার ছাত্র-ছাত্রীদের নিয়ে তাঁর সে কী দোল খেলা! গায়িকার দোল তাঁর ‘বসন্ত উৎসব’ থেকে শুরু। রবিবাসরীয় বাজারে আরও জোরদার। এদিন তিনি গানের ক্লাস শেষ হতেই রং হাতে রাস্তায়। আশপাশে যাঁকে পেয়েছেন, রঙিন করেছেন। কেউ হাসিমুখে তাঁর হাতে রং মেখেছেন। কেউ ভ্যাবাচ্যাকা খেয়ে অস্থির। ইমনের তাতে কোনও গেলদোল নেই। উল্টে পথচলতি মানুষের গায়ে রং দিয়ে বাচ্চাদের মতো ছুটে পালিয়েছেন। তাঁর ছড়িয়ে দেওয়া নীল আবিরে আকাশ-বাতাস নীলচে। যা দেখে শিক্ষাত্রীদের রসিকতা, ‘আজ ব্লু হ্যায় পানি পানি’!
দিন দুই আগে থেকেই রং খেলায় মেতেছেন গায়িকা। ক্লাস শেষে ছাত্র-ছাত্রীরা তাঁর পায়ে আবির দিয়েছেন। তিনি তাঁদের রং মাখিয়েছেন মাথায়। এটা গান শেখার স্কুলের ভিতরের দৃশ্য। রবিবার সেই উদযাপন সবার সঙ্গে! পরনে সালোয়ার-কামিজ। হাতে রঙের প্যাকেট। দলবল নিয়ে তিনি পথে নেমেছেন। রং মাখানোর পাশাপাশি রকমারি দুষ্টুমিতেও পিছিয়ে থাকেননি। ইমন নিজে দেবীর মতো বরাভয় মুদ্রায়। তাঁকে ঘিরে বাকিরা নকল শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, আরতিতে ব্যস্ত। কখনও রঙের হাতে নিজেকে সঁপে দিয়েছেন। কখনও আবির উড়িয়ে রঙিন করেছেন বাতাস। শেষে শিক্ষার্থীদেরই ডেকে ডেকে রঙিন করেছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
দিন দুই আগে থেকেই রং খেলায় মেতেছেন গায়িকা। ক্লাস শেষে ছাত্র-ছাত্রীরা তাঁর পায়ে আবির দিয়েছেন। তিনি তাঁদের রং মাখিয়েছেন মাথায়। এটা গান শেখার স্কুলের ভিতরের দৃশ্য। রবিবার সেই উদযাপন সবার সঙ্গে! পরনে সালোয়ার-কামিজ। হাতে রঙের প্যাকেট। দলবল নিয়ে তিনি পথে নেমেছেন। রং মাখানোর পাশাপাশি রকমারি দুষ্টুমিতেও পিছিয়ে থাকেননি। ইমন নিজে দেবীর মতো বরাভয় মুদ্রায়। তাঁকে ঘিরে বাকিরা নকল শাঁখ বাজাচ্ছেন, উলু দিচ্ছেন, আরতিতে ব্যস্ত। কখনও রঙের হাতে নিজেকে সঁপে দিয়েছেন। কখনও আবির উড়িয়ে রঙিন করেছেন বাতাস। শেষে শিক্ষার্থীদেরই ডেকে ডেকে রঙিন করেছেন।
View this post on Instagram
