গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। এখনও পর্যন্ত বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে আদিত্য ধর পরিচালিত এই স্পাই-অ্যাকশন থ্রিলার। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আমজনতা থেকে তারকা মহল। সেই তালিকায় যুক্ত হয়েছেন করণ জোহরও। 

করণের মতো প্রথম সারির পরিচালক-প্রযোজকের কাছ থেকে প্রশংসা পাওয়া, কোনও ছবির সাফল্যে যে অন্য মাত্রা যোগ করে, তা বলাই বাহুল্য। যা রণবীর সিং-এর ‘ধুরন্ধর’-এর ক্ষেত্রেও প্রযোজ্য। ছবিটি দেখে রীতিমতো মুগ্ধ করণ। শুধু তাই নয়, এই ছবি নাকি তাঁকে নিজের কাজ নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করেছে।


সম্প্রতি এক অনুষ্ঠানে করণ খোলাখুলি স্বীকার করেন, ‘ধুরন্ধর’ তাঁকে যেন একেবারে ‘উড়িয়ে দিয়েছে’। করণের কথায়, এই ছবি দেখে তাঁর মনে হয়েছে, সিনেমা বানানোর ক্ষেত্রে কতটা সংযম, গভীরতা আর নিয়ন্ত্রিত গল্প বলার ক্ষমতা দরকার। তিনি বলেন, “এই ছবি আমাকে প্রশ্ন করতে বাধ্য করেছে, আমি কি আমার ছবিতে যথেষ্ট দক্ষতা দেখাতে পারছি?” 


করণ বিশেষ করে প্রশংসা করেছেন ছবির পরিচালক আদিত্য ধর-এর। তাঁর মতে, আদিত্য গল্প বলার সময় অযথা বাড়াবাড়ি করেননি। ছবিতে অ্যাকশন, আবেগ আর থ্রিল-সবকিছুই খুব হিসেব করে পরিমিতভাবে ব্যবহার করা হয়েছে। করনের মতে, আজকের দিনে যখন অনেক ছবি শুধুই বড় বাজেট আর চমক দেখানোর উপর ভর করে, সেখানে ‘ধুরন্ধর’ গল্প বলার ভঙ্গির জন্য আলাদা করে নজর কেড়েছে।

অবশ্য শুধু পরিচালনাই নয়, রণবীর সিং-এর অভিনয় নিয়েও করণের প্রশংসার শেষ নেই। তিনি বলেন, “রণবীর এই ছবিতে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে মেলে ধরেছেন। চরিত্রের মধ্যে ডুবে গিয়ে অভিনয় করার ক্ষমতা আবারও প্রমাণ করেছেন অভিনেতা।” করণের মতে, রণবীর শুধু নায়ক নন, একজন জোরদার অভিনেতা, ‘ধুরন্ধর’ তারই প্রমাণ।


‘ধুরন্ধর’-এর গল্পের কেন্দ্রে রয়েছে এক গোপন মিশন, যেখানে রণবীর সিং-এর চরিত্রকে নানা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। ছবিতে অ্যাকশন থাকলেও শুধুমাত্র মারধর বা বিস্ফোরণ নয়, রয়েছে টানটান উত্তেজনা আর মানসিক দ্বন্দ্ব। সেই কারণেই ছবিটি দর্শক ও সমালোচক-দু’পক্ষের কাছেই প্রশংসিত হয়েছে।

প্রসঙ্গত, ছবিতে রণবীর সিং-কে দেখা গিয়েছে পাকিস্তানে কর্মরত এক ভারতীয় গোয়েন্দা আধিকারিকের ভূমিকায়। তিনি ঢুকে পড়েন রহমান ডাকাত (অক্ষয়  খান্না)-এর গ্যাং-এ। কল্পনার সঙ্গে ছবিতে রয়েছে বাস্তবের কিছু চরিত্র ও ঘটনাপ্রবাহও। যেখানে থাকছেন উজায়ার বালুচ, করাচির এসপি আসলাম চৌধুরির মতো নাম। অ্যাকশন, আবেগ, রাজনৈতিক বাস্তবতা ও মানবিকতার এক তীক্ষ্ণ মিশ্রণই ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে। এরই মধ্যে দ্বিতীয় পর্বের ঘোষণা হয়ে গিয়েছে। ২০২৬ সালের মার্চে মুক্তি পেতে চলেছে ‘ধুরন্ধর ২’।