আজকাল ওয়েবডেস্ক: শনিবার মহুয়া মৈত্রর বাড়ি, নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরেছে সিবিআই। এবার বিজেপিকে খোঁচা দিয়ে টুইট করলেন মহুয়া মৈত্র। এরাজ্যে এখনও বহু আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে সায়নী ঘোষের সঙ্গে নিজের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন মহুয়া মৈত্র। ছবি দেখা যাচ্ছে, তৃণমূলের এই দুই প্রার্থী চোখে দূরবীন এঁটে বসে রয়েছেন। সঙ্গে লেখা রয়েছে, দিনভর তল্লাশি চালিয়ে খালি হাতে ফিরেছে সিবিআই। আর তখনই আমি এবং সায়নী আমাদের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের খুঁজছি। প্রসঙ্গত, প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকপালের নির্দেশের পরই শনিবার মহুয়ার কলকাতার ফ্ল্যাট, কৃষ্ণনগর ও করিমপুরের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে তল্লাশি চালায় সিবিআই।