আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে মক পোল বা মহড়া ভোট আয়োজন করার সময় এগিয়ে আনল। ভোট শুরুর ষাট মিনিট আগে মক পোলের আয়োজন করা হলেও এইবারে তা বাড়িয়ে ৯০ মিনিট করা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই সব প্রিসাইডিং অফিসারকে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, ইভিএম ঠিকঠাক কাজ করছে কিনা তা দেখানোর জন্য সব রাজনৈতিক দলের প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতিতে মক পোল করতে হয়।