আজকাল ডট ইন প্রথম জানিয়েছিল, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ সংসদ ভবনের রাজ্যসভায় দেখানো হবে। শনিবার, ২৩ মার্চ সেই মাহেন্দ্রক্ষণ। উপস্থিত সদস্য এবং দর্শকদের নিয়ে দেখানো হল ছবিটি। উপস্থিত অন্যতম পরিচালক নন্দিতা, জিনিয়া সেন, ছবির কেন্দ্রীয় চরিত্র পরেশ রাওয়াল, শিশুশিল্পী কবীর পোহয়া প্রমুখ। ছবি দেখানোর আগে মঞ্চে সংবর্ধিত করা হয় তারকা পরিচালককে। কিন্তু এত গর্বের মুহূর্তেও বিষণ্ণ তিনি। তাঁর কথায়, ‘‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ আমাদের প্রথম হিন্দি ছবি। তার জন্য অনেক ভালোবাসা পেয়েছি এবং পাচ্ছি। আজ রাজ্যসভার প্রেক্ষাগৃহ কানায় কানায় ভর্তি ছিল। এবং যে সম্মান পেলাম সেটা সারা জীবনের পাথেয়। দুঃখের বিষয় একই দিনে আমার প্রিয় বন্ধু পার্থসারথি দেব চলে গেলেন। তাই আনন্দের দিনেও কষ্ট হচ্ছে।’’
টলিউডে এই ঘটনা প্রথম। একই ভাবে রাজ্যসভাতেও। ঘটনায় আপ্লুত শিবপ্রসাদ। আজকাল ডট ইনকে এর আগে বলেছছিলেন, “বন্ধু দেবাশিস সাহার দীর্ঘদিনের স্বপ্ন, আমরা সংসদে ছবিটি দেখাব। খুব ভাল লাগছে, ওর স্বপ্ন সত্যি হচ্ছে। সমালোচকদের পাশাপাশি "শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী"র প্রশংসায় পঞ্চমুখ বিশ্বমানের পরিচালক ইরানি পরিচালক মাজিদ মাজিদিও।" এদিন তিনি অনুপস্থিত। ‘বহুরূপী’ ছবির শুটে ব্যস্ত।
ছবি দেখার পরে দর্শকদের প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত। জনৈকার দাবি, ভারত যে সংস্কৃতিতে অভ্যস্ত সেই সংস্কৃতিই উঠে এসেছে এই ছবিতে। তাই ছবি দেখে তৃপ্ত তিনি। আগামীতে পরিচালকজুটির থেকে এই ধরনের ছবি আরও আশা করবেন তিনি। শিশুশিল্পী কবীরকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। পরেশ রাওয়ালের মুখেও চওড়া হাসি।
টলিউডে এই ঘটনা প্রথম। একই ভাবে রাজ্যসভাতেও। ঘটনায় আপ্লুত শিবপ্রসাদ। আজকাল ডট ইনকে এর আগে বলেছছিলেন, “বন্ধু দেবাশিস সাহার দীর্ঘদিনের স্বপ্ন, আমরা সংসদে ছবিটি দেখাব। খুব ভাল লাগছে, ওর স্বপ্ন সত্যি হচ্ছে। সমালোচকদের পাশাপাশি "শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী"র প্রশংসায় পঞ্চমুখ বিশ্বমানের পরিচালক ইরানি পরিচালক মাজিদ মাজিদিও।" এদিন তিনি অনুপস্থিত। ‘বহুরূপী’ ছবির শুটে ব্যস্ত।
ছবি দেখার পরে দর্শকদের প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ত। জনৈকার দাবি, ভারত যে সংস্কৃতিতে অভ্যস্ত সেই সংস্কৃতিই উঠে এসেছে এই ছবিতে। তাই ছবি দেখে তৃপ্ত তিনি। আগামীতে পরিচালকজুটির থেকে এই ধরনের ছবি আরও আশা করবেন তিনি। শিশুশিল্পী কবীরকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। পরেশ রাওয়ালের মুখেও চওড়া হাসি।
