রবিবার ০৪ মে ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২২ মার্চ ২০২৪ ০৩ : ০৬
উইকিপিডিয়া ঘাঁটলে ছবির তালিকায় হিন্দি ছবির সংখ্যা বেশি। বাংলা ছবির সংখ্যা যেন তুলনায় কম। সেই সুব্রত দত্ত অনির্বাণ চক্রবর্তীর ‘ও অভাগী’ ছবিতে জমিদারের ভূমিকায়। দুটো বয়সে দেখা যাবে তাঁকে। খবর জানার পরেই একরাশ কৌতূহল, কেন নতুন পরিচালকের ছবিতে এই ধরনের চরিত্রে অভিনয়ে রাজি হলেন তিনি? সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। সুব্রতর সপাট জবাব, ‘‘মেয়েদের জীবন উন্নত না হলে সমাজের উন্নতি অসম্ভব। এখনও নারীকে তার শারীরিক এবং মানসিক আব্রুর জন্য লড়তে হয়। সেকথাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘অভাগীর স্বর্গ’ উপন্যাসে বলে গিয়েছেন। সে কথা আরও একবার বলবে অনির্বাণের ‘ও অভাগী’। এমন একটা ছবির সঙ্গে যুক্ত থাকাটাও বড় ব্যাপার। আমি তাই রাজি।’’
রাজি আরও নানা কারণে। সুব্রতর শেষ দুটো কাজের অন্যতম ‘গুটলি লাডো’। সেখানে তিনি মেথরের ভূমিকায়! সু্ব্রতর তখনই মনে হয়েছিল, এরপর সম্পূর্ণ বিপরীতধর্মী চরিত্রে অভিনয় করতে হবে। সেই ছবির কাজ শেষ হতেই অনির্বাণ তাঁর সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু যাঁদের ভাল চরিত্রে অভিনয়ের মারাত্মক খিদে তাঁরা তো ভাল পরিচালকের থেকে ডাক পাওয়ার অপেক্ষায় থাকেন! হাসতে হাসতে ফাঁস করেছেন সুব্রত, ‘‘অভিনয় করে পেট চালাই। ভাল চরিত্রের অপেক্ষায় মাসের পর মাস বসে থাকলে চলবে! ফলে, না বলার প্রশ্নই আসে না।’’ উদাহরণ দিয়ে জানিয়েছেন, দক্ষিণে পরিচালকেরা নায়ক-নায়িকাদের তাঁদের চরিত্র সম্বন্ধেই কিছু জানান না! অ্যাটলির ছবিতে শাহরুখ খান অভিনয় করুন কিংবা প্রভাস। বাংলাতেও তাঁর প্রায় সমান অভিজ্ঞতা। সুব্রতর কথায়, ‘‘তখন অভিনয় জীবনের প্রথম দিক। এক প্রতিষ্ঠিত রাজনীতিবিদ পরিচালকের কাছে গল্প শুনতে চেয়েছিলাম। তিনি আমায় আর ডাকলেনই না!’’ এও দাবি, আগামীতে অনির্বাণ প্রথম সারির পরিচালক হবেন না, কে বলতে পারে!
দুটো বয়সের জার্নি থাকলেও ছবিতে খুব বড় চরিত্র তাঁর নয়। তার উপরে লম্পট জমিদার। সুব্রত অভিনয় করে তৃপ্ত?
এবার অভিনেতার যুক্তি, ‘‘তৃপ্ত হলে আর অভিনয় করতে পারব না। আমি ফুরিয়ে যাব। তাই যে চরিত্রই পাই না কেন, তাকে ১০০ শতাংশ নিখুঁত করার চেষ্টা করি। আর কখনও তৃপ্ত হই না।’’ নিজের চরিত্র সম্বন্ধে বলতে গিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন, ‘‘পুরুষেরা বরাবর নারীর উপরে জোর ফলানোর, অধিকার ফলানোর, তৃপ্ত করার চেষ্টা চালিয়েছে। আর ব্যর্থ হয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলেও, এখনও। কোনও দিন পুরুষ নারীকে তৃপ্ত করতে পারে না। কারণ, নারী জন্মভূমি। নারী মা। তাকে এত সহজে তৃপ্তি দেওয়া যায় না।’’ তাঁর মতে, এখনও নারী নিজের আব্রু রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছে। এখনও বড় বড় শহরে রাস্তায়, স্কুলে, অফিসে মেয়েদের জন্য সঠিক টয়লেটের ব্যবস্থা নেই। অথচ সারাক্ষণ পুরুষতন্ত্রের চোখরাঙানি। ছবিতে যেমন ‘অভাগী’র সঙ্গে হয়েছে। স্বামী পরিত্যক্তার উপরে স্থানীয় জমিদারের লোভী দৃষ্টি। এভাবে নারীর উন্নতি হবে? সেটা না হলে সমাজও এগোবে না। সারা দেশ ‘সন্দেশখালি’ হয়ে উঠবে। সারা দেশে এখনও "অভাগী"রা ছড়িয়ে।
বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে কাজ করলেন। অভিজ্ঞতা কেমন?
সুব্রত জানিয়েছেন, খুব কম দৃশ্য ছিল তাঁদের। কিন্তু তাতেই বুঝেছেন, মিথিলা খুব ভাল অভিনেতা। ভীষণ সহযোগিতা করেন। সবার সঙ্গে মানিয়ে কাজ করতে পারেন। এরপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের বিতর্ক ছড়িয়ে দিয়েছেন, ‘‘বিশ্বায়নে পৃথিবী এক ছাদের নীচে। বিনোদন দুনিয়াও একাকার। দক্ষিণী ছবির বাজার জোরদার। তাই শাহরুখের মতো অভিনেতা অনায়াসে একটা হিটের জন্য অ্যাটলির হাতে নিজেকে সঁপে দেন। এই ঘটনা এটাই প্রমাণ করে, এখন সবাই সব ভাষায়, সব মাধ্যমে, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন।’’ একটু থেমে সংযোজন, ‘‘দুই বাংলা এক হয়ে কাজ করলে আখেরে বাংলা বিনোদন দুনিয়ার লাভ। অনুরাগ কাশ্যপ যতই ‘ঘটিয়া’ বলুন, এতে টলিউড আরও শক্ত ভিতের উপরে দাঁড়াবে।’’
নানান খবর

নানান খবর

হৃতিককে চুমু খেতেই আইনি নোটিশ পেয়েছিলেন ঐশ্বর্য! কী হয়েছিল 'ধুম ২'-এর শুটিং ফ্লোরে?

‘ওঁর পাশে দাঁড়ানো যেত না...’, বাবা বিনোদ খান্নার সঙ্গে অভিনয় না করা নিয়ে বিস্ফোরক অক্ষয়!

‘পহেলগাওঁয়ে প্যান্ট খুলিয়ে ভাষা জিজ্ঞেস করা হয়নি!’ বেঙ্গালুরু অনুষ্ঠান বিতর্ক নিয়ে কেন ফের বিস্ফোরক সোনু?

রক্ত, প্রেম আর প্রতারণা নিয়ে ফিরছে ‘হাসিন দিলরুবা ৩’! ‘রানি’ তাপসীর নিশানায় এবার কে?

অরিজিৎ সিং, অর্জুন, অনন্যা…একেকটা ভণ্ড!” — কাঁদতে কাঁদতে বলিউডকে তুলোধোনা! একে একে কাদের নাম নিলেন ইরফান-পুত্র?

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!