আজকাল ওয়েবডেস্ক : টানা চারদিন ধরে দিল্লিতে ধোঁয়াশার চাদর। দিনের বেলা সূর্ষের আলো দেখা যাচ্ছে না। রাতের বেলা তো কথাই নেই। দিনের বেলাতেই গাড়ির আলো এবং রাস্তার আলোয় আলোকিত দিল্লি। রাতের দিকে গাড়ির গতি কমেছে মারাত্মকভাবে। স্কুল-কলেজগুলি সরকারিভাবে ছুটি ঘোষণা না করলেও কয়েকদিন তারা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। যারা মর্নিং ওয়াকে বের হন তারা জানিয়েছেন শ্বাসকষ্ট হচ্ছে। তাই তারা আপাতত সকালে বের হওয়া স্থগিত রেখেছেন। দিল্লির বিভিন্ন রাস্তায় দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছে যে দিনের বেলাতেই মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। নয়ডা, গুরগামে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়ির চালকরা যথেষ্ট সমসযার মধ্যে পড়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই একটি ১৫ পয়েন্ট প্রোজেক্ট ঘোষণা করেছেন। এরফলে গাড়ি, জ্বলন্ত পদার্থ, ধুলো সবেতেই পদক্ষেপ নেওয়া হবে। তবে এতকিছু করেও দূষণকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। দেশের শীর্ষ আদালত ইতিমধ্যেই এবিষয়ে একটি রিপোর্ট তলব করেছে। তবে রিপোর্ট যাই হোক না কেন সামনেই আলোর উৎসব দীপাবলি। সেখানে দিল্লির এই দূষণকে যে কোন মাত্রায় নিয়ে যাবে তা ভেবেই শঙ্কিত পরিবেশপ্রেমীরা। তারা জানিয়েছে, এখন উৎসবের মরশুম চলছে। সেই তালিকায় এবার দীপাবলি আসছে। তবে যে দূষণ দিল্লির বায়ুতে রয়েছে তাতে দীপাবলির রাতের পর যে ভয়াবহ পরিস্থিতি হবে তা বলার অপেক্ষা রাখে না।
