সেপ্টেম্বরে মা হবেন দীপিকা পাড়ুকোন। সেই আনন্দেই স্বপ্নে বিভোর রণবী সিং। যখন যেখানে যার সঙ্গে দেখা হচ্ছে, তিনি সন্তানকে নিয়ে খোশগল্প জুড়ে দিচ্ছেন। কী নাম রাখবেন, ছেলে না মেয়ে— কী হবে? কোনও প্রসঙ্গই বাদ দিচ্ছেন না। একই সঙ্গে সোহাগে ভরিয়ে দিচ্ছেন দীপিকাকেও। হবু মা সম্প্রতি খোলা চুলে ছবি দিয়েছেন। সবার আগে সেখানে ভালবাসার চিহ্ন এঁকে মন্তব্য করেছেন রণবীর। এই পিতৃত্বই তাঁকে বেঁধে দিয়েছে রণবীর কাপুরের সঙ্গে। অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপেন দুই রণবীরকে একান্তে মুখোমুখি বসতে দেখা গিয়েছে। বলিউডের দাবি, তাঁরা নাকি সন্তানের স্বপ্নেই বিভোর ছিলেন!

ঠিক কী কথা হয়েছে তাঁদের? ঘনিষ্ঠ সূত্রের দাবি, কাপুরের থেকে নাকি ভাল বাবা হওয়ার টিপস নিয়েছেন সিং। এবং কাপুর তাঁকে অভিনন্দনও জানিয়েছেন। পাশাপাশি, ভাগ করে নিয়েছেন রাহার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত। তিলে তিলে বড় হচ্ছে সন্তান। বাবা হিসেবে সেই মুহূর্তগুলো তাঁকে যেন মেঘমুলুকে পৌঁছে দিচ্ছে! মেয়েও বাবাকে চোখে হারায়। ফলে, যে টুকু অবসর সে টুকুই রাহার জন্য। এমনই বাধ্য বাবা কাপুর! একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন সিংয়ের পিতৃত্বকালীন ছুটির জন্য। তাঁর অভিজ্ঞতা বলে, মায়েরাই একা হাতে সন্তান সামলাবে, এমন কোনও নিয়ম কোথাও লেখা নেই। বরং, এই সময় কেবলমাত্র বাবারাই পারে সন্তান এবং নতুন মাকে আগলে রাখতে। কারণ, এই সময় নতুন মায়েরও বিশ্রামের প্রয়োজন।

রণবীর-দীপিকা আপাতত সন্তানের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করছেন। সদ্যজাতর যাতে যত্নে ত্রুটি না থাকে তাই উভয়ের আগাম ছুটি নিয়েছেন। আপাতত নতুন ছবিতে সই করছেন না নায়িকা। রণবীরও তাঁর আগামী ছবির কাজ নতুন বছরে শুরু করবেন, এমনটাই নাকি জানিয়ে দিয়েছেন প্রযোজকদের। লম্বা ছুটিতে তিনি নতুন মা আর সন্তানের সঙ্গে সময় কাটাবেন, এমনই ইচ্ছে তাঁর।