গত কয়েক সপ্তাহ ধরে রেটিং চার্ট যেন একঘেয়ে। বিশেষ করে প্রথম পাঁচ স্থান নিয়ে। চলতি সপ্তাহের টিআরপি দেখে চমকে গিয়েছে টেলিপাড়া! একে লোকসভা নির্বাচন নিয়ে তোলপাড় ছোটপর্দা। প্রচার, প্রার্থীদের বক্তব্য, তর্ক-বিতর্কে মজে নানা বয়সের দর্শক। সেই ছাপ ধারাবাহিকের রেটিং চার্টে। নম্বরের ফারাক এবং পরিমাণ অনেকটাই কম। তার মধ্যেই সবাইকে ছাপিয়ে গিয়েছে ফুলকি। ৮.০ পেয়ে ‘বাংলা সেরা’ তার দখলে! তার থেকে সামান্য ফারাকে দ্বিতীয় ‘নিমফুলের মধু’। তার ঝুলিতে ৭.৯ পয়েন্ট। তৃতীয় স্থানে নেমে গিয়েছে ‘জগদ্ধাত্রী’! তার প্রাপ্তি ৭.৮। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল গীতাও। স্নেহাশিস চক্রবর্তীর আরও এক জনপ্রিয় ধারাবাহিক ৭.৭ পেয়ে ‘গীতা এলএলবি’ চতুর্থ স্থানে। পঞ্চমে উঠে এসেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। শ্যামলী আর তিস্তার টানাপোড়েনে টালমাটাল অনিকেত। এদিকে দুই নারী যে এক, কে বোঝাবে তাকে! দর্শকও ব্যাকুল ‘কী হয় কী হয়’ উচাটন নিয়ে। ব্যস, ৭.০ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করেছেন রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য।

ষষ্ঠ থেকে দশম স্থানেও কি এমনই উলোটপুরাণ। রেটিং চার্ট বলছে, ৬.৯ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে ‘কথা’। সপ্তমে ‘কার কাছে কই মনের কথা’। তার প্রাপ্তি ৬.৪ নম্বর। গত কয়েক সপ্তাহ ধরে অষ্টম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। অর্জুন-দীপার বিয়েও এগিয়ে নিয়ে আসতে পারছে না ধারাবাহিককে। চলতি সপ্তাতে তাই ৬.২ নম্বর পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। ৫.৭ পয়েন্ট পেয়ে নবমে ‘আলোর কোলে’। দষশন স্থানে ‘জল থইথই ভালবাসা’। তার ঝুলিতে ৫.২ পয়েন্ট।