বলিউড বলছে, ঘরের ছেলে ঘরে ফিরল! চিকিৎসাবিজ্ঞান বলছে, আইভিএফ পদ্ধতিতে ৫৮-য় পুত্রসন্তানের জন্ম দিলেন সিধু মুসেওয়ালার মা চরণ সিং। অনুরাগীরা আপ্লুত সেই খবরে। বাবা বলকৌর সিং সদ্যজাতকে কোলে নিয়ে ছবি দিতেই নিন্দুকদের দাবি, রটনা তা হলে সত্যি ঘটনা হল!
রবিবার সকালে সামাজিক পাতা তোলপাড়। ছেলে কোলে সিধুর মা-বাবা। সামনে কেক রাখা। ছেলে পাওয়ার আনন্দ এভাবেই ভাগ করে নিয়েছেন তাঁরা। একই সঙ্গে বলকৌরের বার্তা, “শুভদীপকে ভালবাসেন এমন লক্ষ লক্ষ অনুরাগীর আশীর্বাদে সর্বশক্তিমান শুভর ছোট ভাইকে আমাদের কাছে পাঠিয়েছেন। ওয়াহেগুরুর আশীর্বাদে মা এবং সন্তান সুস্থ। আপনাদের সবার ভালবাসা, সমর্থন এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞ।” মৃত ছেলের সামাজিক পাতাতেই এই খবর ভাগ করে নিয়েছেন তাঁরা। এও জানান, তাঁদের
পরিবার নিয়ে নানা গুঞ্জন। অনুরাগীরা যেন সে সবে কান না দেন। যা ঘটবে সবটাই সিধুর মা-বাবা প্রকাশ্যে আনবেন।
প্রসঙ্গত, সিধু মুসেওয়ালাকে ২০২২-এর ২৯ মে তারিখে মানসা জেলার জাওহারকে গ্রামে আততায়ীরা খুন করে। তিনি তখন মাত্র ২৮! ওই বছর তিনি মানসা থেকে কংগ্রেসের টিকিটে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও সিধু নির্বাচনে জিততে পারেননি।
রবিবার সকালে সামাজিক পাতা তোলপাড়। ছেলে কোলে সিধুর মা-বাবা। সামনে কেক রাখা। ছেলে পাওয়ার আনন্দ এভাবেই ভাগ করে নিয়েছেন তাঁরা। একই সঙ্গে বলকৌরের বার্তা, “শুভদীপকে ভালবাসেন এমন লক্ষ লক্ষ অনুরাগীর আশীর্বাদে সর্বশক্তিমান শুভর ছোট ভাইকে আমাদের কাছে পাঠিয়েছেন। ওয়াহেগুরুর আশীর্বাদে মা এবং সন্তান সুস্থ। আপনাদের সবার ভালবাসা, সমর্থন এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞ।” মৃত ছেলের সামাজিক পাতাতেই এই খবর ভাগ করে নিয়েছেন তাঁরা। এও জানান, তাঁদের
পরিবার নিয়ে নানা গুঞ্জন। অনুরাগীরা যেন সে সবে কান না দেন। যা ঘটবে সবটাই সিধুর মা-বাবা প্রকাশ্যে আনবেন।
প্রসঙ্গত, সিধু মুসেওয়ালাকে ২০২২-এর ২৯ মে তারিখে মানসা জেলার জাওহারকে গ্রামে আততায়ীরা খুন করে। তিনি তখন মাত্র ২৮! ওই বছর তিনি মানসা থেকে কংগ্রেসের টিকিটে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও সিধু নির্বাচনে জিততে পারেননি।
