আজকাল ওয়েবডেস্ক: চুল পড়া, খুশকি, চুল ভেঙে যাওয়ার সমস্যা লেগে আছে প্রায় সারাবছরই। কেউ ফ্ল্যাকিং, চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। বেশ কিছু সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতেই এই সমস্যার মোকাবিলা করতে পারেন আপনারা।
বর্তমানে চুলের বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধানে পেঁয়াজের রস অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজের রিফ্রেশিং ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য শুষ্ক এবং নিস্তেজ চুল পুনরুজ্জীবিত করে তোলে। চুলকে সতেজ করে এবং প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে। এর ভিটামিন এবং খনিজগুলি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই ফলিকল স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য। এগুলো রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এই বর্ধিত রক্ত সঞ্চালন অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের নিশ্চয়তা দেয়।
মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, স্ট্রেস এমনকি জিনের কারণেও তাড়াতাড়ি চুল পেকে যেতে পারে। পেঁয়াজের তেলের এনজাইম চুলের ফ্রি র্যাডিকেলের ক্ষতি প্রতিরোধ করে। এছাড়া আমলকি ও ভৃঙ্গরাজ চুলের অকালপক্কতা রোধ করে। পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক গুণ খুশকির সমস্যা থেকেও রেহাই দেয়। এর সালফারের গুণ চুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে। এর সালফার কোলাজেন উৎপাদনে সাহায্য করে। তবে এর উগ্র গন্ধ আপনাকে বিব্রত করতে পারে। সেক্ষেত্রে প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে ২-৩ বার পেঁয়াজের তেল ব্যবহার করুন চুলের যেকোনও সমস্যায়।
বর্তমানে চুলের বিভিন্ন সমস্যার প্রাকৃতিক সমাধানে পেঁয়াজের রস অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। পেঁয়াজের রিফ্রেশিং ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য শুষ্ক এবং নিস্তেজ চুল পুনরুজ্জীবিত করে তোলে। চুলকে সতেজ করে এবং প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে। এর ভিটামিন এবং খনিজগুলি চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই ফলিকল স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির জন্য অপরিহার্য। এগুলো রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। এই বর্ধিত রক্ত সঞ্চালন অক্সিজেন এবং পুষ্টি সরবরাহের নিশ্চয়তা দেয়।
মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব, স্ট্রেস এমনকি জিনের কারণেও তাড়াতাড়ি চুল পেকে যেতে পারে। পেঁয়াজের তেলের এনজাইম চুলের ফ্রি র্যাডিকেলের ক্ষতি প্রতিরোধ করে। এছাড়া আমলকি ও ভৃঙ্গরাজ চুলের অকালপক্কতা রোধ করে। পেঁয়াজের অ্যান্টিসেপ্টিক গুণ খুশকির সমস্যা থেকেও রেহাই দেয়। এর সালফারের গুণ চুল ঝরে পড়ার হাত থেকে রক্ষা করে। এর সালফার কোলাজেন উৎপাদনে সাহায্য করে। তবে এর উগ্র গন্ধ আপনাকে বিব্রত করতে পারে। সেক্ষেত্রে প্রাকৃতিক শ্যাম্পু ব্যবহার করতে ভুলবেন না। সপ্তাহে ২-৩ বার পেঁয়াজের তেল ব্যবহার করুন চুলের যেকোনও সমস্যায়।
