আজকাল ওয়েবডেস্ক: আচমকা ফিরল ঋষভ পন্থের স্মৃতি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি লাহিরু থিরিমান্নে। কোনও মতে প্রাণে বাঁচেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। বৃহস্পতিবার সকাল ৭.৪৫ নাগাদ ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার অনুরাধাপুরায়। লরির সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে আরও তিনজন ছিলেন। সবাই হাসপাতালে ভর্তি। লরির চালক সহ এক ব্যক্তিকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ২০২২ সালে শেষবার শ্রীলঙ্কার জার্সিতে খেলেন লাহিরু। নিউইয়র্ক সুপার স্ট্রাইকার্সের হয়ে লেজেন্ড ক্রিকেট লিগ খেলছিলেন তিনি। সেই দলের পক্ষ থেকে জানানো হয়, "লাহিরু এবং তাঁর পরিবার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। একটি মন্দিরে যাওয়ার পথে ঘটনাটি ঘটে। সবাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওরা এখন ঠিক আছে। তাঁদের সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। সবাই ওদের জন্য প্রার্থনা করুন।" শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ১২৭টি একদিনের ম্যাচ এবং ২৬টি টি-২০ ম্যাচ খেলেছেন থিরিমান্নে। আন্তর্জাতিক ক্রিকেটে সাতটি শতরান রয়েছে তাঁর। তিনটে টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন তিনি। তারমধ্যে ২০১৪ বিশ্বকাপ জয়ী দলের সদ্য লাহিরু।