হতেই পারত নিছক পদযাত্রা। ইনার হুইলস (চৌরঙ্গী শাখা)-এর সৌজন্যে সেটি হয়নি। বরং দলীয় সদস্যদের পাশাপাশি প্রাতঃভ্রমণকারীরাও স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দিয়েছিলেন তাতে। সমাজে যাঁরা পিছিয়ে পড়েছেন, যাঁরা সমস্ত সুযোগ থেকে বঞ্চিত তাঁদের পাশে এই মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের মুখ চেয়েই এই পদযাত্রার আয়োজন। যেখানে সুদীপ মুখোপাধ্যায়, অনিমেষ বাপুলি-সহ টলিউডের একাধিক বিশিষ্ট জন অংশ নিয়েছিলেন। সেখানেই বলিউডি গানের তালে জুম্বা নাচ নাচতে দেখা গিয়েছে অংশগ্রহকারীদের।



গত দু’বছর ধরে ইনার হুইলস তাদের ব্যতিক্রমী পদক্ষেপের জন্য পরিচিত। সমাজসেবার পাশাপাশি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করে এই সংগঠন। এদিনের পদযাত্রা শুরু হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ প্রবেশদ্বার থেকে। ক্যাথিড্রাল রোড ধরে এগিয়ে পদযাত্রা শেষ হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর গেটে। উদ্বোধন করেন সংগঠনের সদস্য এবং আন্তর্জাতিক শাখার সহ-সভাপতি জ্যোতি মাহিপাল। ছিলেন প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় গুজিন্দর সিং, আন্তর্জাতিক প্যারা অলিম্পিক্সজয়ী প্রবীর সরকার। পদযাত্রার পাশাপাশি নানা ধরনের শারীরিক সমস্যার সমাধানও সেদিনই করে সংগঠন।