আজকাল ওয়েবডেস্ক: হরিয়ানায় ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে সজোরে ধাক্কা বেপরোয়া একটি গাড়ির। ধাক্কা দিয়েই উল্টে যায় সেটি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ মহিলা সহ ৬ জন। আহত হয়েছেন আরও ৬ জন।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রেওয়ারির মাসানি গ্রামে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে একটি গাড়ির টায়ার বদলাচ্ছিলেন চালক। পাশেই দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। আচমকা দ্রুত গতির একটি গাড়ি এসে সেই গাড়িতে ধাক্কা দেয়। তারপরেই উল্টে যায়।
গাড়ির ধাক্কায় আহত হন অন্য গাড়ির যাত্রীরা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে রেওয়ারির মাসানি গ্রামে। রাস্তার এক পাশে দাঁড়িয়ে একটি গাড়ির টায়ার বদলাচ্ছিলেন চালক। পাশেই দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। আচমকা দ্রুত গতির একটি গাড়ি এসে সেই গাড়িতে ধাক্কা দেয়। তারপরেই উল্টে যায়।
গাড়ির ধাক্কায় আহত হন অন্য গাড়ির যাত্রীরা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
