আজকাল ওয়েবডেস্ক: চিন সীমান্তে নতুন সুড়ঙ্গপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার একদিনের অরুণাচল সফরে গিয়ে চিন সীমান্তের সেলা গিরিপথের দ্বিতীয় সুড়ঙ্গটি উদ্বোধন করলেন তিনি। ১৩ হাজার ফুট উচ্চতায় এই সুড়ঙ্গের মাধ্যমে যে কোনও সময় চিনের কাছে থাকা তাওয়াংয়ের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে যেতে পারবে ভারতীয় সেনা। এদিন টালেন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, মোদির গ্যারান্টির শুধু নাম শুনলেই হবে না। অরুণাচলে এসে দেখে যেতে হবে সেই গ্যারান্টির প্রমাণ। গোটা দেশের সঙ্গে গোটা বিশ্ব দেখল এই প্রমাণ। ২০১৯ সালে এখানে এই টানেল তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এবার তার উদ্বোধন হল। প্রসঙ্গত, ২০২৯ সালে এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও কোভিড কালে এর কাজে বিলম্ব ঘটে। এটি তৈরি করতে খরচ হয়েছে ৮২৫ কোটি টাকা। ১০০৩ মিটার দীর্ঘ প্রথম সুড়ঙ্গ এবং ১৫৯৫ মিটার দীর্ঘ দ্বিতীয় সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে। এর সঙ্গে তৈরি হয়েছে ৮ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের সংযোগরক্ষাকারী সড়ক। ঘন্টায় ৮০ কিলোমিটার গতিতে দৈনিক ৩ হাজার গাড়ি এবং ২ হাজার পণ্যবাহী ট্রাক এর মধ্যে দিয়ে যাতায়াত করতে পারবে।
