আজকাল ওয়েবডেস্ক: কে বেশি ধারাবাহিক? শুভমান গিল না অভিষেক শর্মা? টি–২০ ক্রিকেটে।
এটা ঘটনা, অভিষেক ও শুভমান ঘনিষ্ঠ বন্ধু। আবার সতীর্থও। আবার দু’জনেই প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের ছাত্র। কিন্তু বর্তমানে দুই ক্রিকেটারের পরিস্থিতি দু’রকম। শুভমান গিল টি–২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। আর অভিষেক দলে রয়েছেন। সেই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ যুবরাজ সিং।
প্রসঙ্গত, শুভমান ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনিই অধিনায়ক থাকছেন। তবে বাদ পড়েছেন টি–২০ দল থেকে। আবার টি–২০ দলে অভিষেক শর্মা অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। কিন্তু এখনও ওয়ানডে বা টেস্ট দলে সুযোগই পাননি। দুই ক্রিকেটারের মধ্যে কোথায় পার্থক্য? যুবরাজ কিন্তু এগিয়ে রাখছেন শুভমান গিলকে। যুবি বলছেন, ‘আমি কোভিডের সময় ওদের সঙ্গে কাজ করা শুরু করি। আমি বুঝেছিলাম, শুভমান সব সময় এক পা এগিয়ে থাকে। তখন ও ভারতের হয়ে দু’টো ম্যাচ খেলে ফেলেছে। কিন্তু যে কোনও ক্রিকেটারের থেকে গিল অনেক বেশি পরিশ্রমী। আমি যখনই যা পরামর্শ দিয়েছি, তা সহজেই কাজে লাগিয়েছে। তাই আজ ও এই জায়গায়।’
অভিষেককে নিয়ে যুবির বক্তব্য, ‘আমি ওকে একটা ধারাবাহিক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে বলেছিলাম। আমি তখনই বলেছিলাম, যদি তুমি আমার পরামর্শ শোনো, তাহলে ৪ বছর পর ভারতের হয়ে খেলবে। আইপিএল নয়, ভারতের হয়ে খেলার কথা ভাব। ৪ বছর ৩ মাস পর সেটাই হয়েছে। অনেকে বুঝতে পারছে না, ও কতটা প্রতিভাবান। পরিশ্রম করেছে, তার ফল পাচ্ছে।’
তবে যুবি মনে করেন অভিষেকের থেকে গিল অনেক বেশি ধারাবাহিক। তিনি বলছেন, ‘আমি অভিষেককে বলেছিলাম, যদি ধারাবাহিক হতে চাও, তাহলে সেঞ্চুরি করো। মাঠে নিজের দাপট দেখাও। সমস্যা হল, ওরা ৩৬–৪০ বলে সেঞ্চুরি করতে চায়। সেই সেঞ্চুরিটা ৫০–৫৫ বলে খুশি হয় না। এই জন্য আমার কাছে শুভমান অনেক বেশি ধারাবাহিক। কারণ ও নিজেকে সময় দেয়। অভিষেক সেভাবে তৈরি হয়নি। সময় লাগবে। ওর মধ্যেও প্রতিভা আছে। সেটা ঠিক কাজে লাগাবে বলে আশা করি।’
এটা ঘটনা কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ জানুয়ারি থেকে।
