আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে বিশেষ অবদানের জন্য ভারতরত্ন পাওয়া উচিত যুবরাজ সিংয়ের। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন যুবরাজের বাবা যোগরাজ সিং। তাঁর দাবি, ক্যান্সারের মধ্য দিয়ে খেলে এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতানোর জন্য ভারত সরকারের উচিত তাঁকে ভারতরত্ন দেওয়া।

 

 

উপযুক্ত সম্মান না পাওয়ার জন্য যোগরাজ এমএস ধোনিকেও কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, প্রাক্তন ভারত অধিনায়ক তাঁর ছেলের কেরিয়ার 'নষ্ট' করেছেন। ধোনির জন্য অন্তত চার বছর আগে অবসর ঘোষণা করতে হয়েছে যুবিকে।  যোগরাজ জানিয়েছেন, যুবরাজ জাতীয় দলে আরও বেশি অবদান রাখতে পারতেন।

 

 

ভারতীয় ক্রিকেটে একজন ফিয়ারলেস অলরাউন্ডার যুবরাজ। তাঁর সাফ বক্তব্য, 'আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। তাঁর নিজেকে আয়নায় দেখা উচিত। তিনি একজন নামকরা ক্রিকেটার, আমি তাকে স্যালুট জানাই। কিন্তু আমার ছেলের ধোনি যা করেছে তা ক্ষমার অযোগ্য। সবকিছু এখন প্রকাশ্যে আসছে।'