আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা বর্তমানে মজে আইপিএলে। এই সময়ে জাতীয় দলের দায়িত্ব থেকে ছুটি পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। সম্প্রতি, বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ছবিও দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে সেই পোস্টেই মজার একটি কমেন্ট করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। গম্ভীর বর্তমানে স্ত্রী নাতাশা এবং দুই কন্যা আজিন ও আনাইজাকে নিয়ে ফ্রান্সে রয়েছেন। সেখান থেকেই তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাঁকে তার স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে।

 

ছবিটি দেখে যুবরাজ কমেন্টে লিখেছেন, ‘তু না হাসিও জিজি’। জাতীয় দলের কোচের ছবিতে যুবরাজের এই কমেন্ট দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। উল্লেখ্য, গম্ভীর এবং যুবরাজ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ পারফরম্যান্স করেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত ছিলেন রোহিতরা। এরপর সেমিফাইনালে তারা অস্ট্রেলিয়াকে হারায়। ফাইনালে আবারও নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত এবং চার উইকেটে কিউইয়ের হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল।

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন সকলেই। জানা গিয়েছে, ফ্রান্স সফর শেষে গম্ভীর বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া এবং প্রধান নির্বাচক অজিত আগরকারের সঙ্গে বৈঠক করবেন। আলোচনার মূল বিষয় হবে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা এবং কোচিং স্টাফ সংক্রান্ত সিদ্ধান্ত। ভারতের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, যা শুরু হবে ২০ জুন।