আজকাল ওয়েবডেস্ক:‌ শুরুর ধাক্কা কাটিয়ে ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। চিপকে প্রথম টেস্টের প্রথমদিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৮৮/‌৩। যশস্বী জয়সোয়াল ব্যাট করছেন ৩৭ রানে। ঋষভ পন্থ অপরাজিত রয়েছেন ৩৩ রানে। 


এদিন টস হারেন রোহিত। ফলে শুরুতে ব্যাট করতে বাধ্য হন। এবার চেন্নাইয়ের উইকেটে রয়েছে সবুজের আভা। যা সচরাচর দেখা যায় না। সাবধানে শুরু করলেও বাংলাদেশের পেসার হাসান মামুদের পেসের সামনে একেবারে কেঁপে যায় ভারতের টপ অর্ডার। একে একে ফিরে যান রোহিত (‌৬)‌, গিল (‌০)‌, বিরাট (‌৬)‌। পরিস্থিতি সামলানোর দায়িত্ব নেন যশস্বী ও ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফেরা পন্থ। 


এদিকে, টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ছিল বড় চমক। একদিন আগেও শোনা গিয়েছিল, তিন স্পিনার ও দুই পেসারে খেলবে ভারত। কিন্তু বাস্তবে হল ঠিক উল্টো। ভারত খেলছে দুই স্পিনারে। অশ্বিন ও জাদেজার উপর রাখা হয়েছে ভরসা। বাদ পড়েছেন কুলদীপ। আর তিন পেসার হলেন বুমরা, সিরাজ ও বাংলার আকাশদীপ। অন্যদিকে, বাংলাদেশও খেলছে তিন পেসারে।