আজকাল ওয়েবডেস্ক:‌ মুম্বই ছেড়ে গোয়ার পথে পাড়ি দিয়েছেন যশস্বী জয়েসওয়াল। ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। কিন্তু একাধিক সূত্রে নানা কারণ উঠে আসছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘‌মুম্বই টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলার জেরেই গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত যশস্বীর।’‌ পিটিআইয়ের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘‌চলতি বছরের জানুয়ারিতে জম্মু–কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি খেলতে নেমেছিলেন যশস্বী। সেই ম্যাচে রোহিতও খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে যশস্বী আউট হওয়ার পর দলের এক সিনিয়র সদস্যর সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তাঁর। যশস্বীর শট নির্বাচন নিয়ে নাকি প্রশ্ন তুলেছিলেন ওই সিনিয়র সদস্য। পাল্টা যশস্বী নাকি ওই সিনিয়র সদস্যর শট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। মুম্বই তখন ম্যাচ বাঁচানোর চেষ্টা করছিল।’‌ 


এবার উঠে আসছে আরও একটি কারণ। অধিনায়ক রাহানের সঙ্গে নাকি বনিবনা নেই যশস্বীর। এমনকী মুম্বই দলে অতিরিক্ত বদলের পক্ষপাতীও ছিলেন না যশস্বী। বলা হয়েছে, ‘‌মুম্বই দলের অধিনায়ক রাহানে ও যশস্বীর সম্পর্ক ভাল নয়। দুই ভারতীয় ক্রিকেটারের মধ্যে ঝামেলার সূত্রপাত সেই ২০২২ সালে। একটি ম্যাচে অতিরিক্ত স্লেজিং করার জন্য অধিনায়ক রাহানে মাঠ থেকে বের করে দিয়েছিলেন যশস্বীকে। ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ২৬৫ রান করেছিলেন যশস্বী। কিন্তু খেলার শেষ দিন সাউথ জোনের ব্যাটার রবি তেজাকে ক্রমাগত স্লেজ করে যাচ্ছিলেন যশস্বী। বিরক্ত হয়ে যশস্বীকে মাঠ থেকে বের করে দেন সাউথ জোন অধিনায়ক অজিঙ্কা রাহানে।’‌ সূত্রের খবর, রাগে ড্রেসিংরুমে রাহানের কিট ব্যাগে নাকি লাথিও মেরেছিলেন যশস্বী।


এমনকী মুম্বই দলে যশস্বীর শট নির্বাচন নিয়েও অনেক আলোচনা হয়েছে। তবে যশস্বী কিন্তু বলেছেন, ‘‌খুব কঠিন সিদ্ধান্ত ছিল আমার কাছে। মুম্বইয়ের জন্যই আজ আমি এই জায়গায়। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে কৃতজ্ঞ। গোয়া একটা সুযোগ আমায় দিয়েছে। সেটা পালন করার চেষ্টা করব।’‌