আজকাল ওয়েবডেস্ক: ভারতের লিডস টেস্ট হারের পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম ক্যাচ মিস। একাই চারটে ক্যাচ মিস করেছেন যশস্বী জয়েসওয়াল। ৯৭ রানে বেন ডাকেটের ক্যাচ ফেলেন তরুণ বাঁ হাতি। যার খেসারত দিতে হয়। স্লিপে জঘন্য যশস্বী। দ্বিতীয় ইনিংসে চারটে ক্যাচ ফেলেন। এক টেস্ট ইনিংসে যা সর্বোচ্চ। প্রথম ইনিংসে মোট ছটি ক্যাচ মিস হয়। জঘন্য ফিল্ডিংয়ের জন্য সমালোচনার মুখে পড়েন যশস্বী। তাঁকে তুলোধোনা করে প্রাক্তনরা। তারই মধ্যে ম্যাচের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যা যশস্বীর বিরুদ্ধে যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে লং অনে ফিল্ডিং করতে দেখা যায়। স্ট্যান্ডে ইংলিশ দর্শকদের দিকে তাকিয়ে হাসতে এবং নাচ করতে দেখা যায় তাঁকে। যা দেখে ক্ষিপ্ত সমর্থকরা। তাঁদের রাগের কারণ আছে। বেন ডাকেটের ক্যাচ ফেলার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। জঘন্য ফিল্ডিংয়ের পর তাঁকে এমন মেজাজে দেখে প্রচণ্ড চটে যায় ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে তুলোধোনা করা হয়। তবে রবিচন্দ্রন অশ্বিনকে পাশে পান যশস্বী। তাঁর হয়ে সওয়াল করেন তারকা স্পিনার। অশ্বিন বলেন, 'স্লিপে ওর ক্যাচিং নিয়ে প্রচুর কথা হচ্ছে। অবশ্যই ও কিছুটা সমস্যায় পড়েছে। তবে আমাদের একটা জিনিস বুঝতে হবে। ইংলিশ কন্ডিশনে ক্যাচ নেওয়া সহজ নয়। ঠান্ডার মধ্যে ডিউক বলে ক্যাচ নেওয়া যথেষ্ঠ কঠিন। মানিয়ে নিতে কিছুটা সময় লাগতে পারে।' নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে এমন জানান অশ্বিন।
