আজকাল ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির জন্য ব্রিসবেনের গাব্বায় তৃতীয় টেস্টের প্রথমদিনের খেলা পরিত্যক্ত হয়ে যায়। শনিবার মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছে। বিনা উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ২৮। দ্বিতীয় এবং তৃতীয় সেশন পুরো ওয়াশআউট হয়ে যায়। একটা সময় গাব্বার আউটফিল্ড দেখে জলাশয় মনে হচ্ছিল। তবে বৃষ্টি কমার পর দ্রুত জল নেমে যায়। শুধু মাঠের কয়েকটা জায়গায় স্যাঁতস্যাতে ভাব ছিল। কিন্তু দ্বিতীয় সেশনের পুরোটাই বৃষ্টি হয়। গত এক সপ্তাহ ধরে ব্রিসবেনে বৃষ্টি চলছে। এদিনও সেই আশঙ্কা ছিল। টানা বৃষ্টি হওয়ায় পিচ থেকে সুবিধা পাওয়ার কথা পেসারদের। সেটা অনুমান করেই শনিবার টসে জিতে ফিল্ডিং নেন রোহিত। তবে চেনা ছন্দ খুঁজে পায়নি যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। ফায়দা তুলতে পারেনি দুই পেসার।
খেলা শুরু হওয়ার ২৫ মিনিট পর বৃষ্টি শুরু হয়। আধ ঘন্টা খেলা বন্ধ থাকে। ফের খেলা শুরু হওয়ার পর দুই ওপেনারকে সমস্যায় ফেলেন আকাশ দীপ। বাংলার পেসারকে খেলতে হিমশিম খায় অস্ট্রেলিয়ার দুই ওপেনার। কিন্তু তার ৩৫ মিনিট পর আবার ভারী বৃষ্টি শুরু হয়। ব্রিসবেন টেস্টের বাকি চারদিন আবহাওয়া পূর্বাভাস কী বলেছে? টেস্টের ফয়সালা হবে? না বৃষ্টিতে ভেসে যাবে? ক্রিকেট ভক্তদের জন্য খুব একটা সুখবর নেই। রবিবার ব্রিসবেনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা মাত্র ৮ শতাংশ। অর্থাৎ, দ্বিতীয় দিন পুরো খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার সোমবার, অর্থাৎ টেস্টের তৃতীয়দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৯ শতাংশ। তাপমাত্রা ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে। রোদ ওঠার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি দু'দিনের পূর্বাভাস হতাশজনক। মঙ্গলবার, টেস্টের চতুর্থ দিন ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিন বৃষ্টির সম্ভাবনা ৫৬ শতাংশ। সুতরাং, আদৌ গাব্বা টেস্টের ফয়সালা হবে কিনা এখনই বলা যাচ্ছে না। সবটাই নির্ভর করবে আবহাওয়ার ওপর।
