আজকাল ওয়েবডেস্ক:‌ বিসিসিআইয়ের সেন্ট্রাল চুক্তিতে ‘‌এ প্লাস’‌ গ্রেডে রয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। গত বছর টি২০ বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে দু’‌জনেই সরে যান। এবার টেস্ট থেকেও দু’‌জনে সরে গেলেন। খেলবেন শুধু দেশের হয়ে ওয়ানডে ম্যাচ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই দুই ক্রিকেটারই কী ‘‌এ প্লাস’‌ গ্রেডে থাকবেন। বোর্ডের নিয়ম সাধারণত বলে তিন ঘরানার ক্রিকেট খেলা ক্রিকেটারদেরই ‘‌এ প্লাস’‌ গ্রেডে রাখা হয়। কিন্তু বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়ে দিয়েছেন, রোহিত ও বিরাট ‘‌এ প্লাস’‌ গ্রেডেই থাকবেন।


গত মাসেই ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিসিআই। ‘‌এ প্লাস’‌ গ্রেডে রাখা হয়েছিল বিরাট, রোহিত, রবীন্দ্র জাদেজা ও বুমরাকে। এর মধ্যে রোহিত ও বিরাট এখন শুধু খেলবেন ওয়ানডে। জাদেজা টেস্ট এবং ওয়ানডে। আর বুমরা সব ঘরানাতেই আছেন। তবুও বিরাট ও রোহিত থাকছেন ‘‌এ প্লাস’‌ গ্রেডে।
সংবাদসংস্থা এএনআইকে বোর্ড সচিব বলেছেন, ‘‌টি২০ ও টেস্ট থেকে অবসর নিলেও রোহিত ও বিরাট ‘‌এ প্লাস’‌ গ্রেডেই থাকবেন। এই দুই ক্রিকেটারই এখনও ভারতীয় ক্রিকেট দলের অংশ। তাই ‘‌এ প্লাস’‌ গ্রেডের সুবিধা এই দুই ক্রিকেটার পাবেন।’‌


প্রসঙ্গত, ৭ মে টেস্ট থেকে অবসরের ঘোষণা করেন রোহিত। আর বিরাট গত শনিবারই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি টেস্ট ক্রিকেট ছাড়তে চান। এরপর ১২ মে সোমবার টেস্ট থেকে অবসর ঘোষণা করেন বিরাট। তারপরেই শোরগোল পড়ে যায়। ইংল্যান্ড সিরিজের কথা ভেবে বোর্ড সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলেছিল বিরাটকে। কিন্তু বিরাট নিজের সিদ্ধান্তে ছিলেন অবিচল।